১৯ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস PDF – স্কুল পর্যায় ২০২৫ঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, বিশেষ করে যারা স্কুল পর্যায়ে শিক্ষক হিসেবে যোগদান করতে চান। এনটিআরসিএ কর্তৃপক্ষ স্কুল পর্যায়ের সিলেবাস প্রকাশ করেছে, যা ২০২৫ সালের পরীক্ষার জন্য প্রার্থীদের প্রস্তুতি গঠনে সাহায্য করবে। এই সিলেবাসটি অনুসরণ করে প্রার্থীরা তাদের প্রস্তুতি আরও কার্যকরীভাবে করতে পারবেন।
আজকে আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধন এর লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করবেন মূলত তাদের জন্য ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস। এখান থেকে আপনি 18 তম শিক্ষক নিবন্ধনের রসায়ন বিষয়ের এবং স্কুল পর্যায়ের রসায়ন বিষয়ে লিখিত সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। চলুন নিম্ন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার রসায়ন সিলেবাস সম্পর্কে জেনে নেই।
স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন (লিখিত) NTRCA এর সিলেবাস সহ বিগত সালের প্রশ্ন ও সাজেশন ২০২৪
১৯তম শিক্ষক নিবন্ধন লিখিত সিলেবাস ২০২৪
আপনারা যারা ১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন? তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রসায়ন বিষয়ের সিলেবাস ও মানবন্টন সম্পর্কে আলোচনা করব।
(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)
১৮ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সিলেবাস 18th NTRCA Exam Written Syllabus
Syllabus for Written Examination 2024
পদের নাম: সহকারী শিক্ষক (রসায়ন)
বিষয়: রসায়ন (Chemisty)
কোড: ৩২০
পূর্ণমান- ১০০
ক. ভৌত রসায়ন:
১. পদার্থের অবস্থা: বিভিন্ন ভৌত অবস্থা এবং ভৌত অবস্থাসমূহের অস্তিত্বের কারণ; ভৌত অবস্থা সমূহের বৈশিষ্ট্য; গ্যাস সূত্রসমূহ; আদর্শ গ্যাস সমীকরণ: গ্যাসের গতিতত্ত্ব; বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য ও ভ্যানডার ওয়াল সমীকরণ; গ্যাস তরলীকরণ; জুলথমসন প্রভাব।
২. তরল অবস্থা: তরলের বাষ্প চাপ: তরলের পৃষ্ঠতল টান, সান্দ্রতা, অপটিকাল ঘূর্ণন ও ডাইপোল মোমেন্ট এবং এসব বৈশিষ্ট্যের সঙ্গে পদার্থের আণবিক গঠনের সম্পর্ক।
৩. কলিগেটিভ ধর্ম: বাষ্পচাপের অবনমন, স্ফুটনাংকের উন্নয়ন ও হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র; অসমোটিক চাপ এবং এ সম্পর্কিত ভ্যান্ট হফ সমীকরণ।
৪. অম্ল ক্ষারক সাম্যাবস্থা: অম্লক্ষারক সম্পর্কিত বিভিন্ন মতবাদ, প্রোটনীয় মতবাদ ও অনুবন্ধী এসিড ক্ষারক যুগল; এসিড বিয়োজন ধ্রুবক; বিয়োজনমাত্রা; pH; বাফার দ্রবণ ও বাফার ক্রিয়া কৌশল।
খ. জৈব রসায়ন:
১. সাধারণ বিষয়াদি: সংকরণ, সমানুতা, জৈব যৌগের গঠন, নামকরণ।
২. অ্যালিফেটিক যৌগ: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড-কিটোন, কার্বক্সিলিক এসিড, ইথার এবং অ্যামিন-এর সাধারণ প্রস্তুতি, বিক্রিয়া, বিক্রিয়া কৌশল, সনাক্তকরণ এবং ব্যবহার।
৩. অ্যারোমেটিক যৌগ: অ্যারোমেটিসিটি, বেনজিনের কাঠামো, রেজোন্যান্স এবং ডিলোকালাইজেশন; বেনজিন, চক্র দ্বিপ্রতিস্থাপন সমানুতা: বেনজিন অ্যারোমেটিক হ্যালোজেন জাতক, ফেনল, অ্যালডিহাইড-কিটোন; কার্বক্সিলিক, এসিড, নাইট্রো যৌগ, অ্যামিনো
যৌগ, ডায়াজোনিয়াম লবণ, অ্যারোমেটিক পলিনিউক্লিয়ার যৌগ এবং হেটারোসাইক্লিক যৌগের গঠন, প্রস্তুতি, বিক্রিয়া, বিক্রিয়া কৌশল, সনাক্তকরণ, ব্যবহার এবং সংশ্লিষ্ট বিক্রিয়া।
গ. অজৈব রসায়ন:
১. পরমাণুর গঠন: মূল কণিকা; ডালটনের পরমাণুবাদ; রাদারফোর্ড পরমাণু মডেল; বোর পরমাণু মডেল; কোয়ান্টাম সংখ্যা; পলির বর্জননীতি; ইলেকট্রন বিন্যাস।
২. রাসায়নিক বন্ধন: ইলেক্ট্রনীয় কাঠামো অনুসারে সাধারণ ধারণা; শ্রেণীবিভাগ তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন ও ধাতব বন্ধন, অরবিটালের সংকরণ; অনু-আয়তনের আকৃতি।
৩. পর্যায় সারণি: মৌলের শ্রেণীবদ্ধকরণের সাধারণ প্রচেষ্টাসমূহ; মেন্ডেলিফ-এর পর্যায় সূত্র ও পর্যায় সারণি; আধুনিক পর্যায়সূত্র ও পর্যায় সারণি: আধুনিক পর্যায়সূত্র ও পর্যায় সারণি: s-ব্লক, p-ব্লক, d-ব্লক এবং -িব্লক মৌলসমূহ, অবস্থান্তর ও আন্তঃঅবস্থান্তর ধাতু। মৌলের বিভিন্ন ধর্মে পর্যায়বৃত্ততা-পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা।
৪. জটিল যৌগ: জটিল যৌগ, লিগাল্ড ও সন্নিবেশ সংখ্যা সম্পর্কে সাধারণ ধারণা; ভার্নার-এর মতবাদ; সিজউইক এর ইলেক্ট্রনীয় মতবাদ,; কার্যকর পরমাণু ক্রমাংক; চিলেট জটিল এবং আন্তঃজটিল লবণ; জটিল যৌগ গঠনে অবস্থান্তর ধাতু।
৫. তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় মৌল এবং তেজস্ক্রিয়তা; তেজস্ক্রিয় অর্ধায়ু, তেজস্ক্রিয় গড় আয়ু; তেজস্ক্রিয় বিভাজন; তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, কৃত্রিম তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া।
ঘ. শিল্প রসায়ন:
১. শিল্প রসায়ন: কাগজ শিল্প, কাচ শিল্প, সাবান শিল্প, তৈল-চর্বি ও মোম শিল্প, কয়লা শিল্প, পেট্রোলিয়াম শিল্প, সার শিল্প ইউরিয়া ও টিএসপি।
২. পলিমার রসায়ন: পলিমার কী, এর শ্রেণীবিভাগ, সংযোজন ও ঘনীভবন পলিমারকরণ, সাংশ্লেষণিক তন্ত্র-নাইলন ও রেয়ন, প্লাস্টিক- পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্টাইরিন, সিলিকোন।
৩. ফার্মাসিউটিক্যাল রসায়ন: RNA, DNA-পরিচয়, গঠন ও জীবন রক্ষায় ভূমিকা, কিছু উল্লেখযোগ্য ঔষধের পরিচয়, সংশ্লেষণ ও প্রয়োগ।
ক. অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ক্লোরোমাইসিটিন খ. সালফাড্রাগ-সালফাথায়োজোল, সালফানিলামাইড, সালবিউটামল, সালফাগুয়ানিয়াডিন। গ. জ্বর ও ব্যথা নিবারক প্যারাসিটামল ও অ্যাসপিরিন। ঘ. অ্যান্টিম্যালেরিয়াল ক্লোরোকুইন। ঙ. মিষ্টিকারক – স্যাকারিন এবং ডালচিন।
মার্কস বন্টন জানুন
মোট ১০০ মার্কসের প্রশ্ন হবে।
৩ ঘণ্টার উত্তর দিতে হবে।
ক বিভাগ ৭৫ + খ বিভাগ ২৫
মোট ১০০ নম্বর
পরীক্ষার প্রশ্ন পত্র:
১. ক বিভাগ
রচনামূলক উত্তরের প্রশ্ন
(৫টি প্রশ্ন থাকবে যার প্রতিটির একটি করে অথবা থাকবে) ১৫ × ৫ = ৭৫ নম্বর
২. খ বিভাগ
সংক্ষিপ্ত (নৈর্ব্যত্তিক) উত্তরের প্রশ্ন
(৫টি প্রশ্ন থাকবে যার প্রতিটির একটি করে অথবা থাকবে) ৫× ৫ = ২৫ নম্বর
মোট = ১০০ নম্বর
আরও পড়ুন
স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন লিখিত NTRCA এর সিলেবাস সহ বিগত সালের প্রশ্ন ও সাজেশন ২০২৪
১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)
১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়
১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪
শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি ও সাজেশন ২০২৪