[মডেল টেস্ট ০১] ১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায় [NTRCA Chemistry Suggestion]

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

আজকে আমরা ১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায় [NTRCA Chemistry Suggestion] নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে উপকৃত হবে। চলুন তাহলে নিম্নে থেকে মডেল টেস্ট দেখে নিয়ে যাক।

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

সম্মানিত নিবন্ধন প্রত্যাশী বন্ধুরা, আজকের মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার চিহ্ন দ্বারা আলাদা করে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে গুরুত্বসহকারে বেশি স্টার চিহ্ন প্রশ্নগুলো পড়ে নেবেন।

বিগত সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র সমূহ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১০
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান/বিজ্ঞান-নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা/ কারিগরি/প্রদর্শক (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজ/ মাদ্রাসা/ কারিগরি)।
বিষয় কোড: ৩২০
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান-১০০ নম্বর

[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বেস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। বাংলা বা ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর দেয়া যাবে।।
ক-বিভাগ

১. ক. তরলের পৃষ্ঠতলটান বলতে কি বুঝায়? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন। ★★★★★
খ. এক মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যানডার ওয়ালস সমীকরণটি প্রতিষ্ঠিত করুন। ★★★★
ঘ. সন্ধি তাপমাত্রা কি? গ্যাস তরলীকরণের ক্ষেত্রে এর তাৎপর্য ব্যাখ্যা করুন।★★★

অথবা

ক. বাষ্প চাপের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন। সূত্রটির সীমাবদ্ধতা করুন। ★★★★★
খ. অসমোটিক চাপ কি? তাপমাত্রা বাড়ালে অসমোটিক চাপ বাড়ে কেন?★★
গ. বাফার দ্রবণ কি? একটি অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা করুন। ★★★★

২. ক. অনুবন্ধনী এসিড ও অনুবন্ধী ক্ষারক বলতে কি বোঝেন? প্রোটনীয় মতবাদের সাহায্যে ব্যাখ্যা করুন। ★★★
খ. গ্যাসের গতিতত্ত্ব থেকে (i) বয়েলের সূত্র ★★★ ও (ii) অ্যাভোগেড্রোর সূত্র উপপাদন করুন। ★★★★★
গ. কত তাপমাত্রায় একটি হাইড্রোজেন অণুর বর্গমূল গড়। বর্গবেগ 1.9 × 105 cm/sec হবে? ★★★
ঘ. মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা লিখুন। SATP কি? ★★

অথবা

ক. সন্ধি তাপমাত্রা ও জুল-থমসন প্রভাব কি? গ্যাস তরলীকরণে এদের ভূমিকা কি? ★★★
খ. ইলেকট্রন আসক্তি কি? একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান। বৃদ্ধি পায় কেন? **
গ. অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন?★★★
ঘ. তেজস্ক্রিয়তার কারণ কি?★★

আরও পড়ুন

স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন লিখিত NTRCA এর সিলেবাস সহ বিগত সালের প্রশ্ন ও সাজেশন ২০২৪

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪

শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি ও সাজেশন ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন ২০২৪

১৯ তম শিক্ষক নিবন্ধন বাংলা, ইংরেজি, গণিত সাজেশন ২০২৪

৩. ক. হাইড্রোজেন বন্ধন কি? বরফ পানিতে ভাসে কেন?**
খ. জটিল যৌগের গঠন সম্পর্কে ভার্ণারের মতবাদ ব্যাখ্যা করুন।★★★★
গ. pH কি? দেখান যে, pH + POH = 14.
ঘ. বিশুদ্ধ পানির pH কত?★★

অথবা

ক. বোরের পরমাণু মডেলটি বর্ণনা করুন। ★★★
খ. আফবাউ নীতি কি? এ নীতির সাহায্যে Cr(24) ও Cu(29)-এর ইলেকট্রন বিন্যাস লিখুন।★★★★
গ. সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য উদাহরণসহ বর্ণনা করুন। ★★★★
ঘ. NCIS এর অস্তিত্ব নেই, কিন্তু PCIs এর অস্তিত্ব আছে-ব্যাখ্যা করুন। ★★

৪. ক. 2s, 2d, 3d ও 3f অরবিটালগুলোর মধ্যে কোনগুলো অসম্ভব এবং কেন?★★★★
খ. এসিড বৃষ্টি কি? এর কারণ ও প্রভাব লিখুন। ★★★
গ. রাজ অম্ল কি? এতে গোল্ড কিভাবে দ্রবীভূত হয়-ব্যাখ্যা করুন। ★★★★
ঘ. সাধারণ তাপমাত্রায় H₂O তরল, অথচ H2S গ্যাস-ব্যাখ্যা করুন। ★★

অথবা

ক. ফেনল অম্লধর্মী-ব্যাখ্যা করুন। ★★★★
খ. PVC-এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন। ★★★★
গ. টীকা লিখুন: ★★★

অথবা

(i) ডায়াজোকরণ বিক্রিয়া (ii) উইলিয়ামসন ইথার সংশ্লেষণ।
ঘ. গ্লাসিয়াল অ্যাসিটিক এসিড কি?★★

৫. ক. অ্যারোমেটিক যৌগ যুত বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়া-ব্যাখ্যা করুন। ★★
খ. অ্যানিলিন থেকে কিভাবে ফেনল পাওয়া যায়? ★★★
গ. মিথান্যাল ক্যানিজারো বিক্রিয়া দিলেও ইথান্যাল দেয় না কেন? ★★
ঘ. অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য একটি সনাক্তকারী বিক্রিয়ার সাহায্যে বর্ণনা করুন। ★★★

অথবা

ক. জৈব যৌগে আলোক সক্রিয়তার শর্তসমূহ উল্লেখ করুন। ★★★★
খ. আণবিক অরবিটাল তত্ত্বটি ব্যাখ্যা করুন। O₂ অণুর অরবিটাল চিত্র আঁকুন। ★★★
গ. SN2 বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন। ★★

খ-বিভাগ

৬. ক. অকটেন নাম্বার কি? অকটেন নাম্বার “75” বলতে কি বুঝায়? ★★★★★
খ. CO কে নীরব ঘাতক বলা হয় কেন? ★★★

অথবা

ক. তিনটি জটিল যৌগের নাম ও সংকেত লিখুন।★★★★
খ. গ্রীগনার্ড বিকারক কি? এর প্রস্তুতি লিখুন। ★★★

৭. ক. সমীকরণসহ নাইট্রোমূলকের বলয় পরীক্ষা বর্ণনা করুন। ★★★
খ. গাঠনিক সংকেত লিখুন: ★★★
(i) DDT;
(ii) পিকরিক এসিড।

অথবা

ক. কিভাবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়? ★★★
খ. ব্রোমো টলুইনের দু’টি সমাণু যৌগের নাম ও গাঠনিক সংকেত লিখুন।★★

৮. ক. সি.এন.জি কি? পেট্রোলের চেয়ে সি.এন.জি জ্বালানী হিসেবে উত্তম-এর স্বপক্ষে যুক্তি দিন।★★
খ. NH4Cl-এর বন্ধন প্রকৃতি উল্লেখ করুন। ★★★★

অথবা

ক. K(19)-এর ১৯-তম ইলেকট্রনটি 3d-অরবিটালে না গিয়ে 4s-অরবিটালে যায় কেন?
খ. অলিয়াম ও সালফান কি? ★★★

৯. ক. হুন্ডের নীতি কি? F-এর ক্ষেত্রে এর ব্যবহার দেখান। ★★★
খ. অ্যামোনিয়াম বন্ধন কোণ 107° ব্যাখ্যা করুন।★★

১০. ক. – NH₂ গ্রুপ অর্থো-প্যারা নির্দেশক-ব্যাখ্যা করুন। ★★★★
খ. সমস্ফুট মিশ্রণ কি? ★★★

অথবা

ক. বিজারক চিনি কি? দেখান যে, গ্লুকোজ একটি বিজারক চিনি। ★★★
খ. জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের একটি পরীক্ষা বর্ণনা করুন। ★★★★
অথবা

ক. PH3 অপেক্ষা NH: অধিক ক্ষারধর্মী-ব্যাখ্যা করুন। ★★★
খ. HNO3 ও H₃PO₄ এর মধ্যে কোনটি শক্তিশালী এসিড এবং কেন? ★★★★

উপরে আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ের আলোকে একটি মডেল টেস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি আজকের মডেল টেস্ট থেকে আপনাদের শিক্ষক নিবন্ধনের রসায়ন লিখিত পরীক্ষায় কমন থাকা সম্ভাবনা রয়েছে। তাই গুরুত্ব সহকারে পড়ে নিবেন এবং আজকের মডেল টেস্ট এর পূর্ণাঙ্গ সমাধান পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের সাইটে সকল মডেল টেস্ট এর পূর্ণাঙ্গ সমাধান করে দেওয়া হবে। তো আশা করি শেষ পর্যন্ত সাথে থাকলে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *