স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন লিখিত NTRCA এর সিলেবাস সহ বিগত সালের প্রশ্ন ও সাজেশন ২০২৪

স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন (লিখিত) NTRCA এর সিলেবাস সহবিগত সালের প্রশ্ন ও সাজেশন

স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন (লিখিত) NTRCA এর সিলেবাস সহ বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হল। বিস্তারিত নিম্নে দেখুন।

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)

(নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলবি; এবতেদায়ি মাদরাসার এবতেদায়ি প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শক ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ বিষয় (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য)

Syllabus for Written Examination
পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়: রসায়ন (Chemisty)
কোড: ৩২০
পূর্ণমান- ১০০

ক. ভৌত রসায়ন:

১. পদার্থের অবস্থা: বিভিন্ন ভৌত অবস্থা এবং ভৌত অবস্থাসমূহের অস্তিত্বের কারণ; ভৌত অবস্থা সমূহের বৈশিষ্ট্য; গ্যাস সূত্রসমূহ; আদর্শ গ্যাস সমীকরণ: গ্যাসের গতিতত্ত্ব; বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য ও ভ্যানডার ওয়াল সমীকরণ; গ্যাস তরলীকরণ; জুলথমসন প্রভাব।
২. তরল অবস্থা: তরলের বাষ্প চাপ: তরলের পৃষ্ঠতল টান, সান্দ্রতা, অপটিকাল ঘূর্ণন ও ডাইপোল মোমেন্ট এবং এসব বৈশিষ্ট্যের সঙ্গে পদার্থের আণবিক গঠনের সম্পর্ক।
৩. কলিগেটিভ ধর্ম: বাষ্পচাপের অবনমন, স্ফুটনাংকের উন্নয়ন ও হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র; অসমোটিক চাপ এবং এ সম্পর্কিত ভ্যান্ট হফ সমীকরণ।
৪. অম্ল ক্ষারক সাম্যাবস্থা: অম্লক্ষারক সম্পর্কিত বিভিন্ন মতবাদ, প্রোটনীয় মতবাদ ও অনুবন্ধী এসিড ক্ষারক যুগল; এসিড বিয়োজন ধ্রুবক; বিয়োজনমাত্রা; pH; বাফার দ্রবণ ও বাফার ক্রিয়া কৌশল।

খ. জৈব রসায়ন:

১. সাধারণ বিষয়াদি: সংকরণ, সমানুতা, জৈব যৌগের গঠন, নামকরণ।
২. অ্যালিফেটিক যৌগ: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড-কিটোন, কার্বক্সিলিক এসিড, ইথার এবং অ্যামিন-এর সাধারণ প্রস্তুতি, বিক্রিয়া, বিক্রিয়া কৌশল, সনাক্তকরণ এবং ব্যবহার।
৩. অ্যারোমেটিক যৌগ: অ্যারোমেটিসিটি, বেনজিনের কাঠামো, রেজোন্যান্স এবং ডিলোকালাইজেশন; বেনজিন, চক্র দ্বিপ্রতিস্থাপন সমানুতা: বেনজিন অ্যারোমেটিক হ্যালোজেন জাতক, ফেনল, অ্যালডিহাইড-কিটোন; কার্বক্সিলিক, এসিড, নাইট্রো যৌগ, অ্যামিনো যৌগ, ডায়াজোনিয়াম লবণ, অ্যারোমেটিক পলিনিউক্লিয়ার যৌগ এবং হেটারোসাইক্লিক যৌগের গঠন, প্রস্তুতি, বিক্রিয়া, বিক্রিয়া কৌশল, সনাক্তকরণ, ব্যবহার এবং সংশ্লিষ্ট বিক্রিয়া।

আরও পড়ুন

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪

শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি ও সাজেশন ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন ২০২৪

১৯ তম শিক্ষক নিবন্ধন বাংলা, ইংরেজি, গণিত সাজেশন ২০২৪

গ. অজৈব রসায়ন:

১. পরমাণুর গঠন: মূল কণিকা; ডালটনের পরমাণুবাদ; রাদারফোর্ড পরমাণু মডেল; বোর পরমাণু মডেল; কোয়ান্টাম সংখ্যা; পলির বর্জননীতি; ইলেকট্রন বিন্যাস।
২. রাসায়নিক বন্ধন: ইলেক্ট্রনীয় কাঠামো অনুসারে সাধারণ ধারণা; শ্রেণীবিভাগ তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন ও ধাতব বন্ধন, অরবিটালের সংকরণ; অনু-আয়তনের আকৃতি।
৩. পর্যায় সারণি: মৌলের শ্রেণীবদ্ধকরণের সাধারণ প্রচেষ্টাসমূহ; মেন্ডেলিফ-এর পর্যায় সূত্র ও পর্যায় সারণি; আধুনিক পর্যায়সূত্র ও পর্যায়
সারণি: আধুনিক পর্যায়সূত্র ও পর্যায় সারণি: s-ব্লক, p-ব্লক, d-ব্লক এবং -িব্লক মৌলসমূহ, অবস্থান্তর ও আন্তঃঅবস্থান্তর ধাতু। মৌলের বিভিন্ন ধর্মে পর্যায়বৃত্ততা-পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা।
৪. জটিল যৌগ: জটিল যৌগ, লিগাল্ড ও সন্নিবেশ সংখ্যা সম্পর্কে সাধারণ ধারণা; ভার্নার-এর মতবাদ; সিজউইক এর ইলেক্ট্রনীয় মতবাদ,; কার্যকর পরমাণু ক্রমাংক; চিলেট জটিল এবং আন্তঃজটিল লবণ; জটিল যৌগ গঠনে অবস্থান্তর ধাতু।
৫. তেজস্ক্রিয়তা: তেজস্ক্রিয় রশ্মি, তেজস্ক্রিয় মৌল এবং তেজস্ক্রিয়তা; তেজস্ক্রিয় অর্ধায়ু, তেজস্ক্রিয় গড় আয়ু; তেজস্ক্রিয় বিভাজন; তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, কৃত্রিম তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া।

ঘ. শিল্প রসায়ন:

১. শিল্প রসায়ন: কাগজ শিল্প, কাচ শিল্প, সাবান শিল্প, তৈল-চর্বি ও মোম শিল্প, কয়লা শিল্প, পেট্রোলিয়াম শিল্প, সার শিল্প ইউরিয়া ও টিএসপি।
২. পলিমার রসায়ন: পলিমার কী, এর শ্রেণীবিভাগ, সংযোজন ও ঘনীভবন পলিমারকরণ, সাংশ্লেষণিক তন্ত্র-নাইলন ও রেয়ন, প্লাস্টিক- পলিথিন, পলিস্টাইরিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্টাইরিন, সিলিকোন।

৩. ফার্মাসিউটিক্যাল রসায়ন: RNA, DNA-পরিচয়, গঠন ও জীবন রক্ষায় ভূমিকা, কিছু উল্লেখযোগ্য ঔষধের পরিচয়, সংশ্লেষণ ও প্রয়োগ।

ক. অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ক্লোরোমাইসিটিন খ. সালফাড্রাগ-সালফাথায়োজোল, সালফানিলামাইড, সালবিউটামল, সালফাগুয়ানিয়াডিন। গ. জ্বর ও ব্যথা নিবারক প্যারাসিটামল ও অ্যাসপিরিন। ঘ. অ্যান্টিম্যালেরিয়াল ক্লোরোকুইন। ঙ. মিষ্টিকারক – স্যাকারিন এবং ডালচিন।

পরীক্ষার প্রশ্ন পত্র: মার্কস বন্টন জানুন
মোট ১০০ মার্কসের প্রশ্ন হবে।
৩ ঘণ্টার উত্তর দিতে হবে।
ক বিভাগ ৭৫ + খ বিভাগ ২৫
মোট ১০০ নম্বর

১. ক বিভাগ
রচনামূলক উত্তরের প্রশ্ন
(৫টি প্রশ্ন থাকবে যার প্রতিটির একটি করে অথবা থাকবে) ১৫ × ৫ = ৭৫ নম্বর

২. খ বিভাগ
সংক্ষিপ্ত (নৈর্ব্যত্তিক) উত্তরের প্রশ্ন
(৫টি প্রশ্ন থাকবে যার প্রতিটির একটি করে অথবা থাকবে) ৫× ৫ = ২৫ নম্বর
মোট = ১০০ নম্বর

বিগত সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র সমূহ
শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১০
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান/বিজ্ঞান-নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা/ কারিগরি/প্রদর্শক (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজ/ মাদ্রাসা/ কারিগরি)।
বিষয় কোড: ৩২০
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান-১০০ নম্বর

[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বেস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। বাংলা বা ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর দেয়া যাবে।।
ক-বিভাগ

১. ক. তরলের পৃষ্ঠতলটান বলতে কি বুঝায়? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন। ★★★★★
খ. এক মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যানডার ওয়ালস সমীকরণটি প্রতিষ্ঠিত করুন। ★★★★
ঘ. সন্ধি তাপমাত্রা কি? গ্যাস তরলীকরণের ক্ষেত্রে এর তাৎপর্য ব্যাখ্যা করুন।★★★

অথবা

ক. বাষ্প চাপের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন। সূত্রটির সীমাবদ্ধতা করুন। ★★★★★
খ. অসমোটিক চাপ কি? তাপমাত্রা বাড়ালে অসমোটিক চাপ বাড়ে কেন?★★
গ. বাফার দ্রবণ কি? একটি অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা করুন। ★★★★

২. ক. অনুবন্ধনী এসিড ও অনুবন্ধী ক্ষারক বলতে কি বোঝেন? প্রোটনীয় মতবাদের সাহায্যে ব্যাখ্যা করুন। ★★★
খ. গ্যাসের গতিতত্ত্ব থেকে (i) বয়েলের সূত্র ★★★ ও (ii) অ্যাভোগেড্রোর সূত্র উপপাদন করুন। ★★★★★
গ. কত তাপমাত্রায় একটি হাইড্রোজেন অণুর বর্গমূল গড়। বর্গবেগ 1.9 × 105 cm/sec হবে? ★★★
ঘ. মোলার গ্যাস ধ্রুবকের সংজ্ঞা লিখুন। SATP কি? ★★

অথবা

ক. সন্ধি তাপমাত্রা ও জুল-থমসন প্রভাব কি? গ্যাস তরলীকরণে এদের ভূমিকা কি? ★★★
খ. ইলেকট্রন আসক্তি কি? একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান। বৃদ্ধি পায় কেন? **
গ. অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন?★★★
ঘ. তেজস্ক্রিয়তার কারণ কি?★★

৩. ক. হাইড্রোজেন বন্ধন কি? বরফ পানিতে ভাসে কেন?**
খ. জটিল যৌগের গঠন সম্পর্কে ভার্ণারের মতবাদ ব্যাখ্যা করুন।★★★★
গ. pH কি? দেখান যে, pH + POH = 14.
ঘ. বিশুদ্ধ পানির pH কত?★★

অথবা

ক. বোরের পরমাণু মডেলটি বর্ণনা করুন। ★★★
খ. আফবাউ নীতি কি? এ নীতির সাহায্যে Cr(24) ও Cu(29)-এর ইলেকট্রন বিন্যাস লিখুন।★★★★
গ. সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য উদাহরণসহ বর্ণনা করুন। ★★★★
ঘ. NCIS এর অস্তিত্ব নেই, কিন্তু PCIs এর অস্তিত্ব আছে-ব্যাখ্যা করুন। ★★

৪. ক. 2s, 2d, 3d ও 3f অরবিটালগুলোর মধ্যে কোনগুলো অসম্ভব এবং কেন?★★★★
খ. এসিড বৃষ্টি কি? এর কারণ ও প্রভাব লিখুন। ★★★
গ. রাজ অম্ল কি? এতে গোল্ড কিভাবে দ্রবীভূত হয়-ব্যাখ্যা করুন। ★★★★
ঘ. সাধারণ তাপমাত্রায় H₂O তরল, অথচ H2S গ্যাস-ব্যাখ্যা করুন। ★★

অথবা

ক. ফেনল অম্লধর্মী-ব্যাখ্যা করুন। ★★★★
খ. PVC-এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন। ★★★★
গ. টীকা লিখুন: ★★★

অথবা

(i) ডায়াজোকরণ বিক্রিয়া (ii) উইলিয়ামসন ইথার সংশ্লেষণ।
ঘ. গ্লাসিয়াল অ্যাসিটিক এসিড কি?★★

৫. ক. অ্যারোমেটিক যৌগ যুত বিক্রিয়ার পরিবর্তে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়া-ব্যাখ্যা করুন। ★★
খ. অ্যানিলিন থেকে কিভাবে ফেনল পাওয়া যায়? ★★★
গ. মিথান্যাল ক্যানিজারো বিক্রিয়া দিলেও ইথান্যাল দেয় না কেন? ★★
ঘ. অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য একটি সনাক্তকারী বিক্রিয়ার সাহায্যে বর্ণনা করুন। ★★★

অথবা

ক. জৈব যৌগে আলোক সক্রিয়তার শর্তসমূহ উল্লেখ করুন। ★★★★
খ. আণবিক অরবিটাল তত্ত্বটি ব্যাখ্যা করুন। O₂ অণুর অরবিটাল চিত্র আঁকুন। ★★★
গ. SN2 বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন। ★★

খ-বিভাগ

৬. ক. অকটেন নাম্বার কি? অকটেন নাম্বার “75” বলতে কি বুঝায়? ★★★★★
খ. CO কে নীরব ঘাতক বলা হয় কেন? ★★★

অথবা

ক. তিনটি জটিল যৌগের নাম ও সংকেত লিখুন।★★★★
খ. গ্রীগনার্ড বিকারক কি? এর প্রস্তুতি লিখুন। ★★★

৭. ক. সমীকরণসহ নাইট্রোমূলকের বলয় পরীক্ষা বর্ণনা করুন। ★★★
খ. গাঠনিক সংকেত লিখুন: ★★★
(i) DDT;
(ii) পিকরিক এসিড।

অথবা

ক. কিভাবে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে পরিণত করা যায়? ★★★
খ. ব্রোমো টলুইনের দু’টি সমাণু যৌগের নাম ও গাঠনিক সংকেত লিখুন।★★

৮. ক. সি.এন.জি কি? পেট্রোলের চেয়ে সি.এন.জি জ্বালানী হিসেবে উত্তম-এর স্বপক্ষে যুক্তি দিন।★★
খ. NH4Cl-এর বন্ধন প্রকৃতি উল্লেখ করুন। ★★★★

অথবা

ক. K(19)-এর ১৯-তম ইলেকট্রনটি 3d-অরবিটালে না গিয়ে 4s-অরবিটালে যায় কেন?
খ. অলিয়াম ও সালফান কি? ★★★

৯. ক. হুন্ডের নীতি কি? F-এর ক্ষেত্রে এর ব্যবহার দেখান। ★★★
খ. অ্যামোনিয়াম বন্ধন কোণ 107° ব্যাখ্যা করুন।★★

১০. ক. – NH₂ গ্রুপ অর্থো-প্যারা নির্দেশক-ব্যাখ্যা করুন। ★★★★
খ. সমস্ফুট মিশ্রণ কি? ★★★

আরও পড়ুন

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪

শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি ও সাজেশন ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন ২০২৪

১৯ তম শিক্ষক নিবন্ধন বাংলা, ইংরেজি, গণিত সাজেশন ২০২৪

অথবা
ক. বিজারক চিনি কি? দেখান যে, গ্লুকোজ একটি বিজারক চিনি। ★★★
খ. জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের একটি পরীক্ষা বর্ণনা করুন। ★★★★
অথবা

ক. PH3 অপেক্ষা NH: অধিক ক্ষারধর্মী-ব্যাখ্যা করুন। ★★★
খ. HNO3 ও H₃PO₄ এর মধ্যে কোনটি শক্তিশালী এসিড এবং কেন? ★★★★

শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১১
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান/বিজ্ঞান-নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা/ কারিগরি/ প্রদর্শক (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/কলেজ/ মাদ্রাসা/ কারিগরি)।
বিষয় কোড: ৩২০
সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান- ১০০ নম্বর

[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বেস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। বাংলা বা ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর দেয়া যাবে।]

ক-বিভাগ

১. ক. ডাল্টনের আংশিক চাপসূত্র লিখুন। এ সূত্র থেকে দেখান যে, আংশিক চাপ মোট চাপ মোল ভগ্নাংশ। *
খ. পলির বর্জন নীতি কি? এ নীতির আলোকে ব্যাখ্যা করুন যে, একটি অরবিটালে সর্বাধিক দু’টি ইলেকট্রন থাকতে পারে। ★★★★
গ. গ্যাসের গতীয় সমীকরণ হতে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করুন
ঘ. 27°C তাপমাত্রায় অক্সিজেনের অণুর বর্গমূল গড় বর্গবেগ (rms) নির্ণয় করুন। ★★★★

অথবা

ক. রাদারফোর্ডের পরমাণু মডেলটি বর্ণনা করুন এবং এ মডেলের সীমাবদ্ধতা লিখুন। ★★★★★
খ. আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণসমূহ বর্ণনা করুন। ★★★
গ. SI এককে R-এর মান নির্ণয় করুন।
ঘ. পরম শূন্য তাপমাত্রা কী? এর তাৎপর্য ব্যাখ্যা করুন।

২. ক. কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করুন।
খ. বিয়োজন মাত্রা কী? অসওয়াল্ড তত্ত্বের সাহায্যে মৃদু এসিড ও মৃদু ক্ষারকের বিয়োজন মাত্রার রাশিমালা প্রতিপাদন করুন। ★★★
গ. এসিড-ক্ষারক টাইট্রেশনের মূল তত্ত্ব বর্ণনা করুন। ★★★

অথবা

ক. ধাতব বন্ধন কী? ধাতব বন্ধন কিভাবে ধাতুর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে তা বর্ণনা করুন। ★★★★★
খ. Ca পরমাণু অপেক্ষা Ca+2 ছোট কিন্তু CI পরমাণু অপেক্ষা CI বড়-ব্যাখ্যা করুন। ★★★
গ. আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা করুন।
ঘ. CCl4 আর্দ্রবিশ্লেষিত হয় না কিন্তু SiCl4 আর্দ্রবিশ্লেষিত হয়-ব্যাখ্যা করুন। ★★★

৩. ক. অরবিটালের সংকরণ কী? SP³ ও SP² সংকরণ উদাহরণসহ ব্যাখ্যা করুন।
খ. সন্নিবেশ বন্ধন মূলত সমযোজী বন্ধন-ব্যাখ্যা করুন।
গ. BeCl₂ অণু সরল রৈখিক-ব্যাখ্যা করুন।
ঘ. AlF3 আয়নিক যৌগ হলেও AlCl3 এর অণুতে সমযোজী বৈশিষ্ট্য অত্যন্ত প্রবল-ব্যাখ্যা করুন। ★★★

অথবা

ক. আয়নীকরণ শক্তি কী? আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম-ব্যাখ্যা করুন। ★
খ. তেজস্ক্রিয় আইসোটোপ কী? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার বর্ণনা করুন।
গ. অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখুন।
ঘ. যোজ্যতা স্তর ও যোজ্যতা ইলেকট্রন বলতে কী বুঝেন?

৪. ক. আধুনিক পর্যায় সূত্রটি লিখুন। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিরূপণ করুন।
খ. ইউরিয়া শিল্পোৎপাদনের মূলনীতি ব্যাখ্যা করুন।
গ. Na+ আয়ন গঠন সম্ভব, কিন্তু Na +2 গঠন সম্ভব নয় কেন? ব্যাখ্যা করুন।
ঘ. ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? ব্যাখ্যা করুন। ১

অথবা

ক. নিষ্ক্রিয় গ্যাস কী? পর্যায় সারণীর শূন্য শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থানের যৌক্তিকতা ব্যাখ্যা করুন। ★★★★★
খ. অবস্থান্তর মৌল কী? পর্যায় সারণীতে এর অবস্থান বর্ণনা করুন।
গ. সকল d-ব্লক মৌলই অবস্থান্তর মৌল নয়-ব্যাখ্যা করুন।
ঘ. ইলেকট্রন বিন্যাস লিখুন: Se (21) ও Fe (26) ★★

৫. ক. অসম্পৃক্ত যৌগ কাকে বলে? বেনজিন চক্রের অসম্পৃক্ত এক বিশেষ ধরনের-ব্যাখ্যা করুন।★★★★★ ad
খ. -NO2 মূলক মেটা নির্দেশক-ব্যাখ্যা করুন।১
গ. হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ব্যাখ্যা করুন।
ঘ. নাইলন-66 সম্পর্কে টীকা লিখুন। ★

অথবা

ক. বেনজিন চক্রে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন।
খ. SN1 বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন।
গ. DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখুন। ★★★★★
ঘ. ফেনল অম্লধর্ম-ব্যাখ্যা করুন।

খ-বিভাগ

৬. ক. ক্লোরোফরমকে রঙিন বোতলে সংরক্ষণ করা হয় কেন?
খ. ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনের ক্রিয়াকৌশল বর্ণনা করুন।

অথবা

ক. অ্যামিনসমূহ ক্ষারধর্মী কেন ব্যাখ্যা করুন।
খ. রেসিমিক মিশ্রণ ও মেসো যৌগের পার্থক্য লিখুন।★★★★

৭. ক. জ্যামিতিক সমাণুতা বলতে কি বুঝেন? ব্যাখ্যা করুন।
খ. টীকা লিখুন:
(i) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া;
(ii) পার্কিন বিক্রিয়া।

অথবা

ক. যুত বিক্রিয়া ও পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? ★★★
খ. অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিনের ক্লিনিক্যাল ধর্ম লিখুন। স

৮. ক. সালফানিলিক এসিড জৈবযৌগ হওয়া সত্ত্বেও এর স্ফুটনাংক অতি উচ্চ কেন?
খ. উদাহরণসহ মারকোনিকভ নীতি লিখুন। ★

অথবা

ক. সালফানিলিক ডায়াজোনিয়াম ক্লোরাইড হতে কিভাবে অ্যানিলিন পাওয়া যায়?
খ. কিভাবে কার্বক্সিলিক এসিড মূলক সনাক্ত করা যায়?
৯. ক. অক্টেন নাম্বার ও সিটেন নাম্বার কি? ব্যাখ্যা করুন।★★★★
খ. সংকেত লিখুন: স্যাকারিন, প্যারাসিটামল। ★★

অথবা

ক. কোনো তেলের এসিড মান ও আয়োডিন মান বলতে কি বুঝেন?
খ. মিশ্র কিটোন কি? ২ মোল বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়াল সমীকরণটি লিখুন।★★★★

১০. ক. বাফার ক্রিয়া কি? NH3 অণুর গঠন কীরূপ? ★★★★
খ. কাইরাল কার্বন কাকে বলে? উদাহরণ দিন। ★★
ক. গ্লাইকোসাইডিক বন্ধন ব্যাখ্যা করুন।★
খ. ফরমালিন কী? এর একটি ব্যবহার লিখুন।★

স্কুল পর্যায় ৭০-৯৫% কমন নিশ্চিত রসায়ন (লিখিত) NTRCA এর সিলেবাস সহবিগত সালের প্রশ্ন ও সাজেশন

শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১২
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (সাধারণ বিজ্ঞান/বিজ্ঞান-নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়/ মাদ্রাসা/ কারিগরি/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
পূর্ণমান- ১০০
সময়: ৩ ঘণ্টা
[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বেস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। বাংলা বা ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর দেয়া যাবে।। ক-বিভাগ

১. ক. গ্যাসের গতিতত্ত্ব কী? গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখুন। ★★★★★
খ. গ্যাস তরলীকরণের মূলনীতি আলোচনা করুন। ১
গ. আদর্শ গ্যাসের দুইটি বৈশিষ্ট্য লিখুন। 125° সে. তাপমাত্রায় এক অণু CO2 এর গাঢ় গতিশক্তি নির্ণয় করুন।★★★

ক. বোর পরমাণু মডেল সংক্ষেপে বর্ণনা করুন এবং এর সীমাবদ্ধতাসমূহ উল্লেখ করুন।
খ. ডাল্টনের পরমাণুবাদ ব্যাখ্যা করুন।
গ. পরমাণুর মূল কণিকাগুলো বর্ণনা করুন।

২. ক. বাষ্পচাপ অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করুন।
খ. তরলের সান্দ্রতা বলতে কী বুঝেন? তাপমাত্রা পরিবর্তনের সাথে সান্দ্রতার পরিবর্তন ব্যাখ্যা করুন। ★★★★ Sadt
গ. দ্রবণের pH বলতে কি

অথবা

ক. রাসায়নিক বন্ধন কী? তড়িৎযোজী বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করুন।
খ. অম্ল-ক্ষারক সম্পর্কিত প্রোটনিক মতবাদ উদাহরণসহ বর্ণনা করুন এবং সীমাবদ্ধতা লিখুন। ★
গ. তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বুঝেন? একই পর্যায়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করুন।

৩. ক. পর্যায় সারণিতে মৌল সজ্জিতকরণের ভিত্তি হিসেবে ইলেকট্রন বিন্যাসের ভূমিকা নির্ধারণ কর।।
খ. অ্যাস্টিটিলিন অণুতে কোন ধরনের অরবিটাল সংকরণ ঘটে চিত্রসহ ব্যাখ্যা করুন। ★★★
গ. অবস্থান্তর মৌল জটিল যৌগ গঠন করে কেন? ★★★★
ঘ. আধুনিক পর্যায় সারণির চারটি ত্রুটি লিখুন। ★★★

অথবা

ক. নিউক্লিয় ফিশন ও নিউক্লিয় ফিউশন বিক্রিয়া উদাহরণসহ বর্ণনা করুন। ★★★★★
খ. s ও p-অরবিটালের আকৃতি ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।★★
গ. DNA অণুর দ্বি-হেলিক্স কাঠামো বর্ণনা করুন।’

৪. ক. অ্যলকি প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি বর্ণনা করুন।
খ. 1°, 2° এবং 3° অ্যালকোহলের মধ্যে কিভাবে পার্থক্য করা যায় বর্ণনা করুন। ★★★★★
গ. অ্যারোমেটিক নিউক্লিয়াস ও পার্শ্ব শিকল কী? ব্যাখ্যা করুন। ★
ঘ. গ্রিগনার্ড বিকারকের সংশ্লেষণ লিখুন।★★

অথবা

ক. কার্বক্সিলিক এসিডের দুটি সাধারণ প্রস্তুত প্রণালী বর্ণনা করুন।
খ. ফারমেন্টেশন বলতে কী বুঝায়? ফারমেন্টেশন প্রক্রিয়ায় কীভাবে স্টার্চ থেকে ইথানল উৎপন্ন করা হয় বর্ণনা করুন। ★★★
গ. অ্যালকোহল ও ফেনলের ধর্মের মধ্যে তুলনা করুন।

৫. ক. অ্যালিফেটিক ও অ্যারোমেটিক যৌগের মধ্যে পার্থক্য লিখুন। ★★★
খ. পলিমার কী? পলিমারকরণের বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করুন। ★
গ. ইথাইন মৃদু অম্লধর্মী-ব্যাখ্যা করুন। ★★
ঘ. টলুইন সংশ্লেষণের একটি পদ্ধতি লিখুন। ★★

অথবা

ক. অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের মধ্যে পার্থক্য লিখুন।
খ. অ্যামিনোমূলকের উপস্থিতিতে বেনজিন চক্রে অর্থো- ও প্যারা- অবস্থানে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন ঘটে-ব্যাখ্যা করুন। ★★★★
গ. টীকা লিখুন: (i) উর্টজ বিক্রিয়া; ★★
(ii) পিভিসি (PVC) ★★★★
ঘ. স্যাকারিন কী? ব্যাখ্যা করুন।

খ-বিভাগ

৬. ক. লিগ্যান্ড কী? দুটি জটিল আয়নের নাম ও সংকেত লিখুন।★★★
খ. সন্নিবেশ সংখ্যা ও জারণ সংখ্যা বলতে কী বুঝেন? ★★★

অথবা

ক. শিল্পক্ষেত্রে কীভাবে কাচ তৈরি করা হয় সংক্ষেপে লিখুন। ★★★★
খ. লুকাস বিকারক কী?

৭. ক. আলোক সমাণুতা কী ব্যাখ্যা করুন। ★★★
খ. সিলিকোন কী?★

অথবা

ক. পেনিসিলিন কী?

৮. ক. বেনজিন টুলুইনের পারস্পরিক পরিবর্তন উদাহরণসহ লিখুন। ★★★★
খ. সংকেত লিখুন: (i) ইউরিয়া;
(ii) টিএসপি।★★★★

ক. PCl5 গঠন সম্ভব হলেও NC15 গঠন সম্ভব নয় কেন? লিখুন।★★★★
খ. নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ লিখুন। ★★★

৯. ক. ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কেন?★★
খ. ফেনলের চারটি ব্যবহার লিখুন। ★★
ক. অ্যালিডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য লিখুন।

১০. ক. পিকরিক এসিডের প্রস্তুতি
খ. সাবানায়ন বলতে কী বুঝেন?

অথবা

ক. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ু বলতে কী বুঝায়?
খ. মোলার গ্যাস ধ্রুবক কী?★★

শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৩
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
পূর্ণমান- ১০০
সময়: ৩ ঘণ্টা
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। চলিত ও সাধু ভাষার মিশ্রণ দূষণীয়।।
ক-বিভাগ

১. ক. আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করুন
খ. ভ্যান্ডার ওয়ালস্ সমীকরণ প্রতিপাদন করুন।★
গ. জুল-থমসন প্রভাব বলতে কী বুঝেন? 27°C তাপমাত্রায় 740 মি.মি. পারদ চাপে 100g অক্সিজেনের আয়তন কত? ★

অথবা
ক. তরল পদার্থের বাষ্পচাপ বলতে কী বুঝেন? অত্যন্ত নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কেন?
খ. স্ফুটনাংক উন্নয়ন কাকে বলে? স্ফুটনাংক উন্নয়ন সম্পর্কিত রাউল্টের সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করুন।
গ. 20°C তাপমাত্রায় 100g সুক্রোজ ১ লিটার পানিতে দ্রবীভূত করলে দ্রাবকের বাষ্পচাপের অবনমন কত হবে? যদি উক্ত তাপমাত্রায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ 23.8 মি.মি. (পারদ) হয়? ★★★★

২. ক. নিম্নের যৌগগুলোর গাঠনিক সংকেত লিখুন: (i) ন্যাপথালিন; অ্যামিন।★★★ ★★ (ii) প্যারাসিটামল; (iii) ডাইফিনাইল
খ. একটি কীটনাশকের নাম ও গঠন লিখুন। ★★★
গ. আলকাতরা থেকে কিভাবে বিশুদ্ধ ফেনল নিষ্কাশন করা হয় বর্ণনা করুন। ★★★
ঘ. সিগমা ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন-ব্যাখ্যা করুন। ★★★★

অথবা

ক. পরমাণুর গঠন সম্পর্কিত বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদ বর্ণনা করুন। তাঁর পরমাণু মডেলের ত্রুটিগুলো উল্লেখ করুন। ★★★
খ. অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখুন। ★★★
গ. তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসে কি পরিবর্তন ঘটে আলোচনা করুন। ★★★★★

৩. ক. পর্যায়ভিত্তিক ধর্ম বলতে কি বুঝেন? এরূপ দু’টি ধর্ম ব্যাখ্যা করুন। ★★★★
খ. অবস্থান্তর মৌল কাকে বলে? এদের বৈশিষ্ট্যসমূহ লিখুন। ★★
গ. তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারসমূহ লিখুন। ★★★★★

অথবা

ক. RNA ও DNA এর মধ্যে তিনটি পার্থক্য লিখুন। ★
খ. ডায়াজোকরণ কি? পরীক্ষাগারে ডায়াজোনিয়াম লবণ প্রস্তুতি বর্ণনা করুন। ★
গ. “গ্লুকোজ একটি বিজারক চিনি”- ব্যাখ্যা করুন।★★
ঘ. টীকা লিখুন: (i) ক্যাটেনেশন; ★★

  1. ক. কোল গ্যাস থেকে বেনজিন উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করুন। ★★★
    খ. প্রাণীজ, উদ্ভিজ্জ ও খনিজ তেলের মধ্যে পার্থক্য লিখুন। ★★★
    গ. জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার উল্লেখ করুন
    (ii) অ্যালডল ঘনীভবন বিক্রিয়া (*** Sir

অথবা
ক. মণ্ড ও কাগজ বলতে কি বুঝেন? কাগজ ব্যবহারের মুখ্য উদ্দেশ্য লিখুন।★★
খ. কাচের পাইন দেওয়া বলতে কি বুঝেন? কাচ দ্রব্য তৈরির শেষ ধাপে এটি করার প্রয়োজন হয় কেন?
গ. পলিমারকরণ কি? এটি কত প্রকার ও কি কি? যত পলিমারকরণের বিক্রিয়া কৌশল লিখুন। ★★★★

৫. ক. K-এর ১৯তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s-অরবিটালে যায় কেন ব্যাখ্যা করুন। ★★★
খ. আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করুন। ★
গ. CO কে নীরব ঘাতক বলা হয় কেন? ★★★
ঘ. H-বন্ধন বলতে কি বুঝেন? পদার্থের ভৌত ধর্মের উপর H- বন্ধনের প্রভাব ব্যাখ্যা করুন

অথবা

ক. ক্যাপলিং বিক্রিয়া কী? জৈব এসিডের কার্যকরী মূলকে অ্যালকোহলের কার্যকরী মূলক বিদ্যমান আছে তা দু’টি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করুন
খ. অ্যালকোহল ও অ্যালকিনের পারস্পরিক পরিবর্তন প্রক্রিয়া বর্ণনা করুন।১
গ. অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ বর্ণনা করুন।★★★

খ-বিভাগ

৬. ক. Na অপেক্ষা K অধিক ইলেকট্রো পজেটিভ মৌল-ব্যাখ্যা করুন। ★★★
খ. d-ব্লক মৌল বলতে কি বুঝেন? ইলেকট্রন আসক্তি কাকে বলে?★★

অথবা

ক. তৈল চর্বির মধ্যে পার্থক্য লিখুন। ★★★
খ. সালবিউটামল ঔষধের ব্যবহার লিখুন। ★★★

৭. ক. হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন ব্যাখ্যা করুন খ. ক্লোরোটলুইন ঔষধের দু’টি প্রয়োগ লিখুন।★★★

অথবা

ক. NH3 একটি উৎকৃষ্ট লিগ্যান্ড-ব্যাখ্যা করুন। ★
খ. [Cu (NH3)4]²+, [Fe (CN)6]+, Ni(CO)4 অণুর গঠন ব্যাখ্যা করুন।

৮. ক. অম্ল বৃষ্টির উপর একটি টীকা লিখুন। ★★★★
খ. রাইমার-টাইমার বিক্রিয়া কী? ★★★

অথবা

ক. ভীনেগার কী?★
খ. ব্লিচিং পাউডারের সংকেত লিখুন। ব্লিচিং পাউডারের বিরঞ্জন বিক্রিয়া বর্ণনা করুন।

৯. ক. ফেনল অম্লধর্মী কেন? ★★★
খ. টীকা লিখুন:
(i) হফম্যান ডিগ্রেডশন; ★★★
(ii) ক্যানিজারো বিক্রিয়া। ★★

অথবা

ক. কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার কিটোন অপেক্ষা অ্যালডিহাইড অধিক সক্রিয় কেন? ★★★
খ. অ্যানিলিন ক্ষারধর্মী-ব্যাখ্যা করুন।

১০. ক. NH3 অণুর আকৃতি ত্রিকোণী পিরামিডাল কেন?
খ. কিভাবে অম্লীয় বাফার দ্রবণের pH গণনা করা যায়? ★★

অথবা

ক. Zn কে অবস্থান্তর ধাতু বলা হয় কেন? ★★★
খ. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লিখুন এবং এর দু’টি ত্রুটি বর্ণনা করুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৪
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। চলিত ও সাধু ভাষার মিশ্রণ দূষণীয়।।
ক-বিভাগ
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান- ১০০

১. ক. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ লিখুন। ★★★★★
খ. গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েল ও অ্যাভোগেড্রো সূত্র প্রতিপাদন করুন।১
গ. 27°C তাপমাত্রায় 77 সে.মি. পারদ চাপে 20 লিটার আয়তনে কত মোল মিথেন বিদ্যমান? ★★★

অথবা

ক. যে কোনো গ্যাসের আণবিক ভর এর বাষ্প-ঘনত্বের দ্বিগুণ-অ্যাভোগেড্রোর প্রকল্পের সাহায্যে তা প্রমাণ করুন
খ. অসমোটিক চাপ কী? এ সম্পর্কিত ভ্যান্ট-হফের সমীকরণ প্রতিপাদন করুন। ★★
গ. গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখুন। একই উষ্ণতা ও চাপে একটি সরু ছিদ্রপথ দিয়ে সমআয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত নিঃসরণের জন্য যথাক্রমে ৫৬ সে. ও ৮০ সে. সময় লাগে। অজ্ঞাত গ্যাসটির ভর নির্ণয় করুন। ★★★

২.ক. পলির বর্জন নীতি কী? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধাতগুলো লিখুন। ★★★★
খ. তেজস্ক্রিয় মৌল কী? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা-ব্যাখ্যা করুন। ★ গ. আইসোটোপ, আইসোবার ও আইসোটোন সম্পর্কে টীকা লিখুন। ★★

অথবা

ক. pH কী? pH-এর সাহায্যে এসিড দ্রবণের ঘনমাত্রা প্রকাশের সুবিধা উদাহরণসহ বর্ণনা করুন। ★★★★
খ. বাফার ক্রিয়া কি? পানি এসিড ও ক্ষারক হিসেবে কাজ করে-ব্যাখ্যা করুন। ★★★
গ. পানির আয়নিক গুণফল কী? ০.০১M NH4OH (Kb = 1.8 × 105) দ্রবণের pH গণনা করুন। ★★★
৩. ক. নিচের যৌগগুলোর নাম লিখুন: ★★★
(i) CH3-CH(OH)-CO-CH3;
(ii) CH2=CH-COOH;
(iii) HO-CH2-CH2-CH2-OH;
(iv) CH3-CH(Br) – C=C-CH3;
খ. কাইরাল কার্বন কী? কোনো যৌগের আলোক-সমাণুতা প্রদর্শনের শর্তগুলো লিখুন। ★★★★
গ. কার্বনের sp³ ও sp² সংকরণ অরবিটালের ত্রিমাত্রিক গঠন বর্ণনা করুন। ★★★★

অথবা

ক. সাবান কী? সাবান কিভাবে ময়লা পরিষ্কার করে ব্যাখ্যা করুন।
খ. CFC কী? এটি কিভাবে ওজোন স্তর ধ্বংস করে বর্ণনা করুন।

গ. হ্যালোফরম কী? পরীক্ষাগারে ইথানল থেকে ক্লোরোফরম প্রস্তুতির মূলনীতি লিখুন।
৪. ক. ফরমালিন কী? এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন। ★★★
খ. ফারমেন্টেশান কী? শ্বেতসার থেকে ইথানল উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করুন।
গ. কোব বিক্রিয়া বলতে কী বুঝেন? জৈব যৌগে কার্বক্সিলিক মূলক কীভাবে শনাক্ত করা যায়?

অথবা

ক. ফেনল থেকে কিরূপে অ্যাসপিরিন প্রস্তুত করা যায়? ★★☆
খ. অ্যালকোহল নিরপেক্ষ, ফেনল অম্লধর্মী-কেন?
গ. প্যারাসিটামলের সংশ্লেষণ ও প্রয়োগ লিখুন।★★★

৫. ক. বায়ো পলিমারগুলো কোন প্রক্রিয়ায় গঠিত হয় তা উদাহরণসহ লিখুন। ★★★★
খ. নিউক্লিয়ো প্রোটিন কী? প্রোটিন সংশ্লেষণে DNA-এর ভূমিকা সংক্ষেপে লিখুন। ★★★★
গ. টীকা লিখুন:
(i) নাইলন 66;★★
(ii) সমগ্রোত্রীয় শ্রেণি। ★★

অথবা

ক. জৈব যৌগের অসম্পৃক্ততা কীভাবে প্রমাণ করা যায় তা দুটি বিক্রিয়ার সাহায্যে লিখুন। ★★★★
খ. পরীক্ষাগারে বেনজালডিহাইড প্রস্তুতি বর্ণনা করুন। ★★★
গ. কীভাবে ১০, ২০ ও ৩০ অ্যালকোহলের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়?

খ-বিভাগ

৬. ক. Ca ও Cu-এর মধ্যে কোনটি পরমাণুর আকার ছোট কারণসহ ব্যাখ্যা করুন।
খ. অ্যারোমিটিকত্ব বলতে কী বুঝেন? ★★★
ক. SN1 ও SN2 বিক্রিয়া বলতে কী বুঝেন? ★★★★
খ. মিথিলেটড স্পিরিট কী? ★★★★

৭. ক. এনজাইম কী? এনজাইমের দুটি গুরুত্ব লিখুন। ★★★★
খ. অ্যাজো ডাই বা অ্যাজো রঞ্জক কী? ★★
ক. অনুবন্ধী এসিড ও ক্ষারক বলতে কী বুঝেন?
খ. ক্যাটেনেশন কী? উদাহরণসহ লিখুন। ★★★★★

৮. ক. এনথালপি কী? সকল তীব্র এসিড ও সকল তীব্র ক্ষারকের এনথালপির মান ধ্রুবক কেন?
খ. গাঠনিক সংকেত লিখুন:
(i) ডেটল; ★★★
(ii) মেলামাইন।★★★★

অথবা

ক. NC15 সম্ভব না হলেও PCl5 এর অস্তিত্ব সম্ভব কেন? ব্যাখ্যা করুন।
খ. রেজোন্যান্স বলতে কী বুঝেন?★★

৯.ক. বেনজিন বলয়ে OH মূলক অর্থো-প্যারা-নির্দেশক কেন? ★★★
খ. অকটেন নাম্বার বলতে কী বুঝেন? ★★★★

অথবা

ক. টীকা লিখুন: D.D.T. ★★★★
খ. কোয়ান্টাম সংখ্যা বলতে কী বুঝেন? ★★★

১০. ক. আধুনিক পর্যায় সারণিতে Al ও Cu-এর অবস্থান নির্ণয় করুন। ★
খ. লেসাইন পরীক্ষায় ধাতব Na ব্যবহার করা হয় কেন? ★★★

অথবা

ক. অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করুন। ★★★
খ. সান্দ্রতা বলতে কী বুঝেন? ★★

১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৫
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
পূর্ণমান- ১০০
সময়: ৩ ঘণ্টা
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।।
ক-বিভাগ

১. ক. বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতির কারণ ব্যাখ্যা করুন। ★
খ. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে প্রমাণ করুন: PV = mnc². *
গ. 27°C তাপমাত্রায় এক অণু অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করুন। ★★★★

অথবা

ক. তরলের বাষ্পচাপ কী? তরলের বাষ্পচাপ অবনমনের রাউল্টের সূত্র বর্ণনা করুন
খ. তরল পদার্থের সান্দ্রতা বলতে কী বুঝেন? তরলের সান্দ্রতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করুন।
গ. 27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন।★

২. ক. নিচের যৌগগুলোর গাঠনিক সংকেত লিখুন: ★★★
(i) অ্যাসপিরিন;
(ii) ডেটল;
(iii) হেক্সামিন;
(iv) ক্লোরপিক্রিন;
(v) ট্রান্স-বিউটিন ডাই ওয়িক এসিড।
খ. অরবিটালের সংকরণ কী? উদাহরণসহ sp’ সংকরণ বর্ণনা করুন।★★★★
গ. বেনজিন চক্রে নাইট্রোমূলক মেটানির্দেশক-ব্যাখ্যা করুন। ★★★★

অথবা

ক. অ্যালকিন প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি বিক্রিয়াসহ লিখুন। ★★★★
খ. টীকা লিখুন: (i) ক্যানিজারো বিক্রিয়া; ★★★ (ii) কোর বিক্রিয়া। ★★★
গ. 1°, 2° ও 3° অ্যামিনের মধ্যে কিরূপে পার্থক্য করা যায়? ★★★★★

৩. ক. পেনিসিলিন কী? অ্যাসপিরিনের প্রস্তুতি ও ব্যবহার লিখুন।★
খ. রূপান্তর করুন: (i) ইথাইন হতে ইথান্যাল; ★★★★★
(ii) বেনজিন ডায়াজোনিয়াম লবণ হতে ফেনল। ★★★
গ. স্টার্চ কী? স্টার্চ হতে ইথানল প্রস্তুতি বর্ণনা করুন।★★★

অথবা

ক. ওজোনিকরণের মাধ্যমে অ্যালকিনে দ্বিবন্ধনের উপস্থিতি কিরূপে ব্যাখ্যা করা যায় লিখুন। ★★★
খ. টীকা লিখুন:
(i) উইলিয়ামসন সংশেষণ: ★★★★
(ii) ফ্রিডেল-ক্র্যাফট অ্যাসাইলেশন। ★★★
গ. ফরমিক এসিড একাধারে এসিড ও অ্যালডিহাইড উভয়রূপে কাজ করে- ব্যাখ্যা করুন। ★★★

৪. ক. সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বর্ণনা করুন। ★
খ. হাইড্রোজেন বন্ধন কী? বিভিন্ন যৌগে এর প্রভাব লিখুন। ★★★
গ. CH4, NH3, H2O এর অণুর আকৃতি ও বন্ধন কোণ ভিন্ন কেন- যদিও তারা একই Sp³ সংকরণের অন্তর্ভুক্ত?★★★★

অথবা

ক. অবস্থান্তর মৌলসমূহ রঙিন যৌগ গঠন করে কেন? ব্যাখ্যা করুন। ★
খ. জটিল যৌগ সম্পর্কিত ভার্নারের সন্নিবেশতত্ত্ব বর্ণনা করুন। ★★★
গ. ইলেকট্রন আসক্তি কী? পর্যায় সারণিতে মৌলের ইলেকট্রন আসক্তি কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা করুন। ★★★

৫. ক. CH4-এর ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন। ★★★
খ. টীকা লিখুন: (i) নাইলন 66; ★★★★★ (ii) প্যারাসিটামল
গ. বিভিন্ন প্রকার উৎপাদনের কাঁচামালগুলোর নাম ও সংকেত লিখুন। ★

অথবা

আরও পড়ুন

১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত সিলেবাস (স্কুল পর্যায়)

১৮ তম শিক্ষক নিবন্ধন রসায়ন লিখিত প্রস্তুতি স্কুল পর্যায়

১৯ তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস ও মানবন্টন ২০২৪

শিক্ষক নিবন্ধন চাকরির প্রস্তুতি ও সাজেশন ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ও মান বণ্টন ২০২৪

১৯ তম শিক্ষক নিবন্ধন বাংলা, ইংরেজি, গণিত সাজেশন ২০২৪

ক. তেজস্ক্রিয় মৌল কী? তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুকালের সমীকরণ প্রতিপাদন করুন। ★★★★
খ. DNA ও RNA এর পার্থক্য লিখুন। ★★★★★
গ. টীকা লিখুন: (i) যুগলায়ন বিক্রিয়া: ★★★ (
ii) নিউক্লিয়ার বিক্রিয়া★★★
ঘ. ইথানোয়িক এসিড হতে ক্লোব ইথানোয়িক এসিড অধিক তীব্র-ব্যাখ্যা করুন। ★★☆

খ-বিভাগ

৬.ক. অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক বলতে কী বুঝেন? ★★★★
খ. কাগজ শিল্পের গুরুত্ব লিখুন। ★★★

অথবা

ক. আধুনিক পর্যায় সারণির ত্রুটি লিখুন। ★★★
খ. d- বক মৌল ও অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য লিখুন। ★★★

৭.ক. সাবানায়ন কী? সমীকরণসহ ব্ভাখ্যা করুন। ★
খ. 0.005 MH2SO4 দ্রবণের PH হিসাব করুন।★★★

অথবা

ক. CaCl₂ ও AlCl3 এর মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন? ★★★
খ. কীভাবে কার্বনিল যৌগ শনাক্ত করা যায়? ★★★

৮. ক. জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্তগুলো লিখুন।★★★
খ. 64g অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ লিখুন। ★★

অথবা

ক. উদাহরণসহ মার্কনিকভ নীতি লিখুন। ★★★★
খ. হাকেল তত্ত্বটি ব্যাখ্যা করুন। ★★★

৯. ক. তৈল ও চর্বির মধ্যে পার্থক্য লিখুন।★★
খ. কার্বিল-অ্যামিন কী? ★★★

অথবা

ক. C7H9N দ্বারা গঠিত সমানুসমূহের নাম ও সংকেত লিখুন।★★★
খ. অ্যান্টিবায়োটিক কী? ★★★

১০. ক. Zn মৌলটি ‘d’ বকভুক্ত হলেও অবস্থান্তর মৌল নয়- ব্যাখ্যা করুন।
খ. তরলের পৃষ্ঠতলটান বলতে কী বুঝেন? ★★★

অথবা

ক. প্রোপান্যাল ও প্রোপাননের মধ্যে তিনটি পার্থক্য লিখুন।★
খ. ডাইপোল মোমেন্ট কী?

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৬
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
ক সেট
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান- ১০০
দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।।
ক-বিভাগ

১. ক. আদর্শ গ্যাস কী? কোন কোন শর্তে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
খ. গ্যাসের গতি সমীকরণের সাহায্যে নিচের সূত্রগুলো প্রতিপাদন করুন:
(i) বয়েলের সূত্র: ★★★
(ii) অ্যাভোগেড্রোর সূত্র।
গ. বর্গমূল গড় বর্গবেগ কী? 27°C তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ হিসাব করুন।১

অথবা

ক. অসমোটিক চাপ কী? এ সম্পর্কিত ভ্যান্টহফের সমীকরণ প্রতিপাদন করুন। ★
খ. জুল-থমসন ফলাফল কী? কক্ষ তাপমাত্রায় হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের উপর জুল-থমসন ফলাফল প্রয়োগ করলে গ্যাসদ্বয় শীত হয়ে বরং উষ্ণ হয়-ব্যাখ্যা করুন।
গ. 27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন।

২. ক. কোয়ান্টাম সংখ্যা কী? n= 3 হলে 1 ওm এর মান হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করুন। ★
খ. পরমাণুর গঠন সম্পর্কে বোর মডেলের স্বীকার্যগুলো বর্ণনা করুন। ★
গ. অরবিটালের সংকরণ কী? SP এবং SP² সংকরণ উদাহরণসহ বর্ণনা করুন। ★

অথবা

ক. তেজস্ক্রিয়তা কী? এটি একটি নিউক্লিয় ঘটনা- ব্যাখ্যা করুন। ★★★★
খ. হুন্ডের নিয়ম কী? এ নিয়মে N ও S এর ইলেকট্রন বিন্যাস লিখুন। ★★★
গ. 0.25% NaOH দ্রবণের pH কত? ★★★★

৩. ক. মুক্ত মূলক কী? মুক্ত মূলক কৌশলে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া বর্ণনা করুন। ★★★
খ. নিম্নোক্ত যৌগগুলোর গাঠনিক সংকেত লিখুন: ★★★
(i) 2, 6-ডাইমিথাইল হেপ্টাইন-3;
(ii) 2, 4-ডাইমিথাইল হেক্সানোন-3;
(iii) 2, 4-হেক্সা ডাই-ইন;
(iv) 3-মিথাইল বিউটানল-2;
(v) 3-ইথাইল পেন্টিন-1;
গ. প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যালকোহলের মধ্যে পার্থক্যসূচক পরীক্ষার বর্ণনা দিন। ★★★

অথবা

ক. টীকা লিখুন:
(i) উর্টজ-ফিটিগ বিক্রিয়া;★★★
খ. মার্কনিকভের নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করুন। ★
(ii) ফ্রিডেল-ক্র্যাফট বিক্রিয়া। ★
গ. ব্যাখ্যা করুন: (i) – NO2 গ্রুপ মেটা নির্দেশক; ★
(ii) অ্যালকোহল নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লীয়।★★

৪. ক. হেটারোসাইক্লিক যৌগ কী? থায়োফিন ও পাইরোলের প্রস্তুতপ্রণালি সমীকরণসহ বর্ণনা করুন। ★★
খ. ট্রিপল সুপার ফসফেট বা টি, এস, পি এর শিল্পোৎপাদন বর্ণনা করুন।★
গ. পরিত্যাক্ত সাবান লাই হতে গ্লিসারিন উৎপাদন ও বিশুদ্ধকরণ বর্ণনা করুন। ★★

অথবা

ক. ফারমেন্টেশন কী? শ্বেতসার হতে ইথানল প্রস্তুতি বর্ণনা করুন। ★★★★
খ. কাচ উৎপাদনের মূলনীতি সমীকরণসহ বর্ণনা করুন।★★★
গ. প্যারাসিটামল কী? প্যারাসিটামল সংশ্লেষণ উল্লেখ করুন।১

৫. ক. পোলারায়ন কী? CaCl₂ এবং AlCl3 এর মধ্যে কোনটি অধিক সমযোজী এবং কেন? ব্যাখ্যা করুন। ★★★★
খ. অ্যালিফেটিক মনোকার্বক্সিলিক এসিড প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি সমীকরণসহ বর্ণনা করুন। ★★★
গ. যেসব রোগে পেনিসিলিন ব্যবহার করা হয় তা আলোচনা করুন। ★

অথবা

ক. হ্যালোফরম কী? পরীক্ষাগারে কিভাবে ক্লোরোফরম প্রস্তুত করা যায়? সমীকরণসহ লিখুন। ★★★★
খ. CFC কী? এটি কিভাবে ওজোনস্তর ধ্বংস করে? বর্ণনা করুন। ★★★
গ. অবস্থান্তর ধাতুরসমূহের রঙিন যৌগ গঠনের কারণ ব্যাখ্যা করুন। ★★★★

খ-বিভাগ

৬. ক. ক্যানিজারো বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা করুন
খ. কেন্দ্রাকর্ষী বিকারক বলতে কী বুঝেন? ★★★

অথবা

ক. নিম্নলিখিত সমীকরণগুলো পূর্ণ করুন: ★★★
(i) CH3-CH2-CH2Br + KOH(alc) ?
(ii) O COOH + NH3 ?
(iii) CH3MgBr + HCHO- ?
খ. রেজোন্যান্স বলতে কী বুঝায়?★★

৭. ক. SI এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান নির্ণয় করুন।★
খ. কার্বিল অ্যামিন পরীক্ষা কী? ★★★

অথবা

ক. বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? ★★★
খ. 0.005M H2SO4 দ্রবণের pH কত? ★★

৮. ক. Zn-কে অবস্থান্তর মৌল হিসেবে গণ্য করা হয় না কেন?★★★★
খ. আধুনিক পর্যায় সূত্রটি লিখুন।★★★

অথবা

ক. সিস ও ট্রান্স সমাণুতা উদাহরণসহ সংজ্ঞা দিন।
খ. আউফবাউ নীতিটি লিখুন। ★★

৯. ক. নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন।★
খ. তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধজীবন বলতে কী বুঝায়? ★★★

অথবা

ক. কার্বক্সিল এসিডের কার্বক্সিল মূলক কার্বনিল মূলকের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া করে না কেন? ব্যাখ্যা করুন।

খ. গাঠনিক সংকেত লিখুন:
(i) ডেটল; ★
(ii) ক্লোরোপিক্রিন।

১০. ক. মিথানয়িক এসিড অ্যালডিহাইড ও এসিড উভয়রূপে ক্রিয়া করে- ব্যাখ্যা করুন। ★★
খ. পরমশূন্য তাপমাত্রা কী?★★

অথবা

ক. জ্যামিতিক সমাণুতা প্রদর্শনের শর্তাবলি বর্ণনা করুন। ★★★
খ. NH3 অণুর আকৃতি বর্ণনা করুন। ★

১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৭ বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (বিজ্ঞান/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান-১০০
খ সেট
দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।।
ক-বিভাগ

১. ক. গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ বর্ণনা করুন। ★
খ. গ্যাসের গতীয় সমীকরণ থেকে চার্লসের সূত্র ও বয়েলের সূত্র প্রতিপাদন করুন। ★★★★★
গ. 27°C তাপমাত্রায় ৭৪০ মি.মি. (পারদ) চাপে 1dm³SO2 গ্যাসে কতটি অণু থাকে?★★★

অথবা

ক. তরল পদার্থের সান্দ্রতা বলতে কি বুঝেন? তাপমাত্রা বৃদ্ধি করলে তরল পদার্থের সান্দ্রতা কমে কেন? ★★
খ. 25° সে তাপমাত্রায় 100 মিলি 4.2% ইউরিয়া দ্রবণ 3100 মিলি, 2.8% চিনির দ্রবণ মিশ্রিত করা হলো। উক্ত দ্রবণের অসমোটিক কত?
গ. 27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন।★★★

২. ক. অম্ল ক্ষারক সম্পর্কিত লুইস মতবাদ উদাহরণসহ ব্যাখ্যা করুন। ★
খ. বাফার দ্রবণ কি? অম্লীয় বাফার দ্রবণ কীভাবে তৈরি করা হয়? ★★★
গ. বাফার দ্রবণে PH নির্ণয়ে হেন্ডারসন সমীকরণ প্রতিপাদন করুন।★

অথবা

ক. আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করুন। একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকার হ্রাস না বৃদ্ধি ঘটে তা ব্যাখ্যা করুন।
খ. অরবিটালের সংকরণ কি? উদাহরণসহ SP³ সংকরণের বিষয়টি বর্ণনা করুন।
গ. তেজস্ক্রিয় মৌল কি? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করুন। ★★★★

৩. ক. অ্যালকেনসমূহ এর সাধারণ সংকেত কি? অ্যালকেন প্রস্তুতির দুটি সাধরণ পদ্ধতি রাসায়নিক সমীকরণসহ লিখুন।★★★
খ. হ্যালোফরম বিক্রিয়া কি? CFC কি? এটি কিভাবে ওজোনস্তরকে বিনষ্ট করে? ★★★
গ. অ্যালকিন থেকে অ্যালকেন কিভাবে পাওয়া যায়? একটি বিক্রিয়ার সাহায্যে দেখান। ★★★

অথবা

ক. নিম্নের যৌগগুলোর গাঠনিক সংকেত লিখুন: ★★★
(i) ক্লোরাল; (ii) ডেটল; (iii) বেনজয়িক এসিড; (iv) অক্সালিক এসিড; (v) এনিলিন।
খ . কার্বক্সিলিক এসিডের অণুতে কার্বনিল মূলক থাকা সত্ত্বেও অ্যালডিহাইড এবং কিটোনের মতো কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া প্রদর্শন করে না এ
গ. 1°, 2° ও 3° অ্যালকোহলের মধ্যে পার্থক্য বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করুন

৪. ক. পলির বর্জননীতি কি? ইলেকট্রন বিন্যাসসহ নিম্নলিখিত মৌলসমূহের পর্যায় সারণিতে অবস্থান উল্লেখ করুন: ★★★
(i) Na (11);
(ii) Cu(29).
খ. অবস্থান্তর মৌল কাকে বলে? Zn এর যৌগ রঙিন হয় কি? ব্যাখ্যা করুন।★
গ. তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বুঝেন? ফ্লোরিন পর্যায় সারণির সর্বাপেক্ষা তড়িৎ ঋনাত্মক মৌল ব্যাখ্যা করুন

অথবা

ক. আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় তা উদারহণসহ লিখুন। ★★★★
খ. NH3 এবং BCl3 অণুর গঠন আকৃতি চিত্রসহ ব্যাখ্যা করুন। ★★★
গ. হাইড্রোজেন বন্ধন কি? হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব আলোচনা করুন।

৫. ক. সালফা ড্রাগ বলতে কি বুঝেন? বেনজিন চক্রে NH2 মূলক অর্থো-প্যারা নির্দেশক ব্যাখ্যা করুন।
খ. পলিমার কি? PVC ও নাইলন-6.6 এর ব্যবহার লিখুন। ★★★★
গ. DNA ও RNA এর মধ্যে পার্থক্য লিখুন। ★★

অথবা

ক. প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদনের মূলনীতি আলোচনা করুন। ★★★
খ. পেনিসিলিন কি? অ্যাসপিরিনের প্রস্তুতি ও ব্যবহার বর্ণনা করুন। ★★★★
গ. কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া কি? SN2 বিক্রিয়ার ক্রিয়াকৌশল বর্ণনা করুন।★★★★

খ-বিভাগ

৬ . ক. SI এককে মোলার গ্যাস ধ্রুবক ‘R’ এর মান হিসাব করুন। ★
খ. সন্ধি তাপমাত্রা কি?✰★★★
ক. সমগোত্রীয় শ্রেণি বলতে কি বুঝায়? ★★★

অথবা

খ. জ্যামিতিক সমাণুতার শর্তসমূহ লিখুন। ★★★★
৭. ক. হ্যাকেল তত্ত্ব কি? ★★★
খ. ফেনল অ্যারোমেটিক যৌগ কেন- ব্যাখ্যা করুন। ★★★
ক. ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করুন।

অথবা

খ. এসিড বিয়োজন ধ্রুবক কি? ★★★

৮. ক. ঘনীভবন পলিমার কি? ★★
খ. অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়াটি ক্রিয়াকৌশলসহ লিখুন। ★★★
ক. গ্রিগনার্ড বিকারক কি?★★
খ. PCl5 গঠিত হলেও NC15 গঠিত হয় না কেন? ★★★★

৯. ক. ফরমালিন কি? এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করুন। ★★★★
খ. হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটি লিখুন। ★★★
ক. অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখুন।★★★
খ. সন্নিবেশ সংখ্যা কি?★★★

১০. ক. ফাজানের নীতি বর্ণনা করুন।★★★
খ. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ুকাল কি?***

অথবা

ক. রেজোন্যান্স ও ডিলোকালাইজেশন বলতে কি। বুঝেন?
খ. ETP কি?★★

১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৮
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/রসায়ন/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০ R সেট
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান-১০০ নম্বর
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]ক-বিভাগ

১. ক. গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে প্রমাণ করুন PV = =mnc². *
খ. বাস্তব গ্যাসের নজ্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করুন। ★★★★
গ. কত তাপমাত্রায় একটি হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ 1.92 × 103 cms-¹ হবে? ★★

অথবা

ক. ডাইপোল মোমেন্ট কী? ডাইপোল মোমেন্টের সাহায্যে H2O অণুর প্রকৃতি ব্যাখ্যা করুন।
খ. কলিগেটিভ ধর্মাবলি কী? এদেরকে এরূপ বলা হয় কেন?★★★
গ. আপেক্ষিক বাষ্পচাপ অবনমন কী? 25°C তাপমাত্রায় এক অণু, CO₂ এর গড় শক্তিশক্তি হিসাব করুন।★★★

২. ক. উদাহরণসহ অম্ল-ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা করুন।★★★★
খ. pH কী? pH নিয়ন্ত্রণে বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল বর্ণনা করুন।★★
গ. 0.01M CH3COOH এর pH গণনা করুন। (Ka=1.8×105) ★★

অথবা

ক. সংকরায়ন কী? ইথিন (C2H4) অণুর সংকরণ অরবিটাল চিত্রসহ বর্ণনা করুন।★
খ. গ্যাসের গতীয় সমীকরণ থেকে (i) চার্লস-এর সূত্র★★★ ও (ii) অ্যাভোগেড্রোর সূত্র প্রতিপাদন করুন।★
গ. SiCl4 আর্দ্রবিশ্লেষিত হয় কিন্তু CCl4 আর্দ্রবিশ্লেষিত হয় না- ব্যাখ্যা করুন। (বিক্রিয়াসহ) ★★★

৩. ক. এনানসিওমার ও ডায়াস্টেরিওমার উদাহরণসহ ব্যাখ্যা করুন। ★★★★☆
খ. IUPAC পদ্ধতিতে নিচের যৌগসমূহের নামকরণ করুন: ★★
(i) CH2=C=CH2
(ii) COCH3
(iii) CH3-CH(OH)CH2CH3
(iv) CH3COCH3
(v) H₂C=CH-CH2-C = CH
গ. মারকনিকভ নীতির ক্রিয়াকৌশল বর্ণনা করুন

অথবা

ক. ইথিন ও ইথাইনের দুটি পার্থক্যসূচক পরীক্ষা বর্ণনা করুন। ★
খ. কাইরাল কার্বন কী? কোনো যৌগের আলোক সমাণুতা প্রদর্শনের শর্তগুলো লিখুন। ★★★★
গ. জৈব যৌগের অসম্পৃক্ততা কী? জৈব যৌগের অসম্পৃক্ততা শনাক্তকরণের দুটি পরীক্ষা লিখুন।★★★

৪. ক. তেজস্ক্রিয়তা বলতে কী বুঝায়? তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা- ব্যাখ্যা করুন।★
খ. সাবানায়ন কী? সাবান কীভাবে ময়লা পরিষ্কার করে- ব্যাখ্যা করুন। ★★
গ. অ্যালকোহল ও ফেনলের ধর্মের মধ্যে তুলনা করুন।★★★

অথবা

ক. টলুইন থেকে কীভাবে (i) T.N.T★★★ ও (ii) বেনজিন তৈরি করা যায়? ★★★
খ. CH3NH2 অপেক্ষা NH₂ দুর্বল ক্ষারধর্মী যৌগ- ব্যাখ্যা করুন। ★★★
গ. SNI বিক্রিয়ার ক্রিয়া-কৌশল বর্ণনা করুন। ★★★

৫. ক. CFC কী? CFC কীভাবে ওজোনস্তরকে ক্ষয় করে।
খ. নিউক্লিয় ফিশন ও ফিউশন বিক্রিয়া কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লিখুন। ★★★★
গ. H-বন্ধন কী? যৌগের ভৌত ধর্মের ওপর H-বন্ধনের প্রভাব ব্যাখ্যা করুন। ★★★

অথবা

ক. কাচ কী? উৎপাদনের মূলনীতি বর্ণনা করুন।★
খ. নাইলন 66 এর প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার শিখুন।
গ. অ্যারোমেটিসিটি কী?-NO2 মূলক বেনজিন চক্রে মেটা নির্দেশক- ব্যাখ্যা করুন। ★★★

খ-বিভাগ

৬. ক. জুল-থমসন ফলাফল কী? ব্যাখ্যা করুন
খ. কোন শের্ত বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

অথবা

ক. কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় কিটোন অপেক্ষা অ্যালডিহাইড অধিক সক্রিয়া কেন? ★★★ খ. অ্যানিলিন ক্ষারধর্মী যৌগ-ব্যাখ্যা করুন। ★★★★

৭. ক. SI এককে R এর মান নির্ণয় করুন। ★
খ. STP ও SATP কী? ★★★

অথবা

ক. Na আয়ন সম্ভব কিন্তু Na²+ আয়ন সম্ভব নয় কেন? ব্যাখ্যা করুন। ★★★
খ. ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল- ব্যাখ্যা করুন।★★★

৮. ক. প্যারাসিটামল কীভাবে প্রস্তুত করা হয়?
খ. H3PO4 ও NHO3-এর মধ্যে কোনটি অধিক তীব্র এবং কেন?

অথবা

ক. PCI, গঠিত হয় কিন্তু NCI, গঠিত হয় না কেন? ★★★
খ. অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক কাকে বলে? ★★★★

৯. ক. কক্ষ তাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাসীয় কেন? ★★★★
খ. পরমশূন্য তাপমাত্রা কী? ব্যাখ্যা করুন। ★★

অথবা

ক. AgF পানিতে দ্রবণীয় কিন্তু AgCl গ্যাসীয় কেন? ★★★
খ. আফবাউ নীতিটি লিখুন। ★★★

১০. ক. অ্যালকিন অপক্ষে অ্যালকাইন কম সক্রিয়- ব্যাখ্যা করুন। ★★★
খ. ক্লোরোফরমেক রঙিন বোতলে রাখা হয় কেন? ★★★
ক. রেজনোন্যান্স বলতে কী বুঝায়? ★★★

অথবা

খ. 64 g O₂ এর জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লিখুন।★★★

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০১৯
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান/রসায়ন/ প্রদর্শক)
বিষয় কোড: ৩২০
R সেট
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান-১০০ নম্বর
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]ক-বিভাগ

১. ক. আদর্শ গ্যাস কী? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ ব্যাখ্যা করুন।
খ. গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে (i) বয়েলের সূত্র★★★ (ii) চার্লসের সূত্র প্রতিপাদন করুন।
গ. 300K-এ H2 গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সাথে অন্য একটি অজ্ঞাত গ্যাসের 273K-এ বর্গমূল গড় বর্গবেগের অনুপাত 5.93। গ্যাসটির সোলার ভর কত? ★★★

অথবা

ক. লঘু দ্রবণে কলিগেটিভ ধর্মগুলোর নাম লিখুন। স্ফুটনাংক উন্নয়নে রাউল্টের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা করুন। ★★★★
খ. অসমোটিক চাপ কী? দ্রবণের ফুটনাংক বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা বেশি- লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন। ★★
গ. 30mL 0.1M CH3COOH 15mL 0.15M NaOH মিশ্রণের PH কত? [Ka = 1.8 × 105] ★★★

২. ক. বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো বর্ণনা করুন। এ মডেলের সফলতা কী কী? ★★★★
খ. সন্নিবেশ বন্ধন মূলত সমযোজী বন্ধনের একটি ‘বিশেষ রূপ’- ব্যাখ্যা করুন। ★★★★
গ. NH3 ও H2O এর জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করুন।★★★

অথবা

ক. কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? কোয়ান্টাম সংখ্যাগুলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।১
খ. পোলারায়ন কী? উদাহরণসহ ফাযানের নীতি ব্যাখ্যা করুন।১
গ. জটিল যৌগ কী? [Cu(NH3)4]²+ আয়নটির গঠন আলোচনা করুন।

৩. ক. আয়নিকরণ শক্তি কী? পর্যায় সারণিতে মৌলের আয়নিকরণ শক্তি কীভাবে পরিবর্তিত হয়? ব্যাখ্যা করুন। ★★★★
খ. অবস্থান্তর মৌল কী? অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে কেন? ★★★
গ. তেজস্ক্রিয় বিভাজন কখনো তাত্ত্বিকভাবে শেষ হয় না- ব্যাখ্যা করুন। ★★

অথবা

ক. নিম্নোক্ত যৌগগুলোর গাঠনিক সংকেত লিখুন: ★★★
i. কার্বলিক এসিড;
ii. ট্রান্স-২-পেন্টিন;
iii. পিকরিক এসিড:
iv. N, N-ডাইমিথাইল ইথানামাইড;
v. ইথেন ডাইআল
খ. -CI অর্থো-প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও বেনজিন চক্রকে অসক্রিয় করে- ব্যাখ্যা করুন। ★
গ. ইথাইল অ্যালকোহল ও মিথাইল অ্যালকোহলের মধ্যে পারস্পরিক রূপান্তর সমীকরণসহ ব্যাখ্যা করুন।

৪. ক. কার্যকারীমূলক কাকে বলে? নাইট্রোবেনজিন থেকে কীভাবে বেনজিন প্রস্তুত করা যায়?
খ. 1°, 2° ও 3° অ্যামিনের মধ্যে কীভাবে পার্থক্য নির্ণয় করবেন? সমীকরণসহ বর্ণনা করুন।
গ. ব্যাখ্যা করুন:
i. পাইরোল ক্ষার ও অম্ল উভয় ধর্ম প্রদর্শন করে
ii. মিথানাল ক্যানিজারো বিক্রিয়া দেয় কিন্তু ইথানাল দেয় না।’

অথবা

ক. পেনিসিলিন কী? এর সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখুন।★
খ. জ্যামিতিক সমাণুতা বলতে কী বুঝেন? জ্যামিতিক সমাণুতার প্রয়োজনীয় শর্তাবলি ব্যাখ্যা করুন। ★★★★
গ. টিএসপি কী? এর প্রস্তুতি বর্ণনা করুন। ★★

৫. ক. জুল-থমসন ফলাফল কী? ব্যাখ্যা করুন। ★★★
খ. টীকা লিখুন: i. স্যাকারিন ★★★
ii. কোব বিক্রিয়া। ★★★★
গ. ব্যাখ্যা করুন:
i. তরলের অভ্যন্তরে বুদবুদ গোলাকার হয়। ★★
ii. তাপমাত্রা বৃদ্ধিতে তরলের সান্দ্রতা হ্রাস এবং গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায়

অথবা

ক. ইথিন ইলেকট্রন-আকর্ষী সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে কিন্তু বেনজিন ইলেকট্রন-আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না- ব্যাখ্যা করুন।
খ. ইথেন, ইথিন ও ইথাইনের অম্লধর্ম তুলনা করুন। ★★
গ. পলিমার কী? পলিভিনাইল ক্লোরাইড এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন। ★★★★

খ-বিভাগ

৬. ক. Na* ও Ne এর মধ্যে কোনটির আয়নিকরণ শক্তির মান বেশি এবং কেন? ★★★★★ S
খ. ডাইপোল মোমেন্ট কী? ★★★★
ক. কারণসহ HIO4, HCIO4 এবং HBrO4 অম্লগুলোকে তাদের তীব্রতার ক্রমানুসারে সাজান।
খ. পারক্সাইড ফলাফল কী? ★★★

৭. ক. AgF পানিতে দ্রবণীয় কিন্তু Agl পানিতে
খ. হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটি লিখুন।
ক. নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয়ার ফিউশান বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন। ★★★★
খ. অনুরণন কী? ★★★

৮.ক. নিম্নলিখিত সমীকরণগুলো
i. RCH2CH2X +
ii. NaCl(s) + H2O(1)
iii. RCH2CH2NH2
iv. RCOONa + NaOH + CaO ?
খ. তেজস্ক্রিয় অর্ধায় কী? ★★★★

অথবা

ক. তৈল ও চর্বির মধ্যে পার্থক্য লিখুন।
Sadik
খ. অক্সিজেন পরমাণুর ৪র্থ ইলেকট্রনটির চারটি কোয়ান্টাম সংখ্যার মান লিখুন।★

৯.ক. ইলেকট্রন বিন্যাস লিখুন: ★★★
i. Cu²+(29)
; ii. S²- (16);
iii. Ge (32)
খ. C2H4O এর সম্ভাব্য সমাণুগুলোর গঠন ও নাম লিখুন। ★
ক. অবস্থান্তর ধাতুগুলো রঙিন যৌগ গঠন করে কেন? ★★★

অথবা

খ. ধাতব বন্ধন কী? ★★★★

১০. ক. সমমোলার ঘনমাত্রাবিশিষ্ট ইথানয়িক এসিড ও সোডিয়াম ইথানয়েটের মিশ্রিত দ্রবণের PH হিসাব করুন। (Ka= 1.0 × 105)
খ. NaCl পানিতে দ্রবণীয় কেন? ব্যাখ্যা করুন। ★★★★
ক. পানির ঘনত্ব বরফের অপেক্ষা বেশি কেন? ★★★

অথবা

খ. ‘R’ কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন?

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা- ২০২৩
বিষয়: রসায়ন (ঐচ্ছিক)
পদের নাম: সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান)/রসায়ন/প্রদর্শক
বিষয় কোড: ৩২০
সময়: ৩ ঘণ্টা পূর্ণমান- ১০০
[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।।

ক-বিভাগ

১. ক. বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ প্রতিপাদন করুন।।
খ. গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ থেকে
(i) অ্যাভোগাড্রোর সূত্র
(ii) গ্যাসের গতিশক্তির সমীকরণ প্রতিপাদন করুন।
গ. 25°C তাপমাত্রায় একটি নাইট্রোজেন অণুর গড় গতিশক্তি হিসাব করুন।★

অথবা

ক. হিমাংক অবনমন কী? হিমাঙ্কের অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করুন।
খ. মোলারিটি ও মোলালিটির সংজ্ঞা লিখুন। এদের মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন?★★★
গ. কোনো দ্রবণের PH এর মান 7.50 হলে, ঐ দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নির্ণয় করুন। ★★★★

২. ক. উদাহরণসহ অম্ল ও ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা করুন। ১
খ. বাফার দ্রবণ কী? একটি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া-কৌশল উদাহরণসহ ব্যাখ্যা করুন।★★★
গ. 0.1M CH3COOH দ্রবণের PH গণনা করুন। ★★★ [দেয়া আছে, CH3COOH-এর Ka = 1.8 × 105]

অথবা

ক. যোজনী স্তরের ইলেকট্রন যুগল বিকর্ষণ (VSEPR) মতবাদ বর্ণনা করুন। ★★
খ. মিথেন ও অ্যামোনিয়ার অণুতে বন্ধন কোণের ভিন্নতার কারণ ব্যাখ্যা করুন। ★★
গ. পরমাণুর ইলেকট্রন বিন্যাসে (n+1) নিয়ম কী?

৩. ক. ইলেকট্রন আসক্তি বলতে কী বুঝ? ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম কেন? ব্যাখ্যা করুন। ★★★★★
খ. উদাহরণসহ সিজউইকের ইলেকট্রনীয় মতবাদ বর্ণনা করুন।★★★
গ. d-ব্লক মৌল ও অবস্থান্তর মৌলের মধ্যে পার্থক্য লিখুন।★★

অথবা

ক. ইউরিয়া এর শিল্পোৎপাদন বর্ণনা করুন।★
খ. কাচ কী? কাচ উৎপাদনের মূলনীতি সমীকরণসহ লিখুন।★★★★
গ. প্রসাধনী সাবান ও লন্ড্রী সাবানের মধ্যে পার্থক্য লিখুন। ★★★
৪. ক. স্টেরিও সমাণুতা কী? আলোক সমাণুতার শর্তগুলো লিখুন। ★
খ. সালফিউরিক এসিডের উপস্থিতিতে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল দেখাও।
গ. বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে (i) বেনজোয়িক এসিড (ii) ফেনল তৈরির বিক্রিয়া লিখুন।★

অথবা

ক. বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায়- NH2 অর্থো ও প্যারা নির্দেশক গ্রুপ, ★★★★ কিন্তু- NO2 মেটা নির্দেশক গ্রুপ- ব্যাখ্যা করুন।
খ. কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ায় মিথান্যাল, ইথান্যাল ও প্রোপানোনের সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করুন। ★★★★
গ. জৈব যৌগে অসম্পৃক্ততার উপস্থিতি নির্ণয়ের দুইটি পদ্ধতি বর্ণনা করুন। ★★★

৫. ক. বিষমচাক্রিক যৌগ কাকে বলে? থায়োফিন ও পিরিডিনের ১টি করে প্রস্তুতি সমীকরণসহ লিখুন। ★★★★
খ. প্যারাসিটামল কী? এর সংশ্লেষণ ও প্রয়োগ বর্ণনা করুন। ★★★★
গ. টীকা লিখুন: ★★★★
(i) কার্বিল অ্যামিন বিক্রিয়া
(ii) তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার

অথবা

ক. দ্রাব্যতা কাকে বলে? গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করুন খ. ব্যাখ্যা করুন: ★
(i) পাইরোলের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন মূলত C-2 অবস্থানে ঘটে।
(ii) কার্বক্সিলিক এসিড কার্বনিল মূলকের বিক্রিয়া প্রদর্শন করে না।
গ. টীকা লিখুন: ★★★
(i) নাইলন 6, 6
(ii) পলিস্টাইরিন

খ-বিভাগ

৬. ক. তরলের পৃষ্ঠতল টান কী? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন। ★★★★
খ. আইসোটনিক দ্রবণ কী?★★

অথবা

ক. Be₂ অণুর অস্তিত্ব নাই- ব্যাখ্যা করুন।
খ. 27°C তাপমাত্রায় 5% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ হিসাব করুন। ★
৭. ক. পলিমার কী? ঘনীভবন পলিমারকরণের একটি উদাহরণ দিন। ★★★
খ. অরবিট ও অরবিটাল বলতে কী বুঝেন?★★
অথবা
ক. আংশিক পাতন কাকে বলে? এ পদ্ধতিতে সমস্ফুটন মিশ্রণকে আলাদা করা যায় না কেন?
খ. ক্লোরোকুইন কী? এর ব্যবহার লিখুন। ★★★

৮. ক. CNG ও LPG এর মধ্যে পার্থক্য লিখুন।★★★★
খ. কয়লার ক্যালরিফিক মান বলতে কী বুঝেন? ★★★

অথবা

ক. কার্বানায়ন কী? ১০, ২০ ও ৩০ কার্বানায়নের স্থিতিশীলতার ক্রম ব্যাখ্যা করুন। ★★★★
খ. অ্যানিলিং বলতে কী বুঝ? ★★★

৯. ক. সাবানায়ন মান ও আয়োডিন মান এর সংজ্ঞা লিখুন। ★★★
খ. অনুরণন কী?

অথবা

ক. নাইট্রোজেন-এর প্রথম আয়নীকরণ শক্তির মান অক্সিজেন অপেক্ষা বেশি কেন? ★★★★ dik Sir
খ. ল্যান্থানাইড সংকোচন কী? ★★

১০. ক. অবস্থান্তর মৌলগুলো জটিল আয়ন বা যৌগ গঠন করে- ব্যাখ্যা করুন। ★★★★
খ. লিগান্ড বলতে কী বুঝেন? উদাহরণ দিন। ★★★★
ক. C3H6O এর সম্ভাব্য সমাণুগুলোর নাম ও গঠন লিখুন। ★★★
খ. পেট্রোলিয়াম রসায়নে TEL এর পূর্ণরূপ কী?★★


সম্ভাব্য প্রশ্নাবলির উল্লেখযোগ্য সাজেশন

১. ভৌত রসায়ন: পদার্থের অবস্থা


১. গ্যাসের গতিতত্ত্বের গতীয় সমীকরণ থেকে কিভাবে প্রতিপাদন করবে-
i. বয়েলের সূত্র,
ii. চার্লসের সূত্র,
iii. অ্যাভোগেড্রোর সূত্র,
iv. গ্রাহামের সূত্র।
২. বিভিন্ন এককে R-এর মান হিসাব করুন।
৩. আদর্শ গ্যাসের গতীয় স্বীকার্য থেকে PV = 1 3 mnc² সমীকরণ প্রতিপাদন করুন।
৪. আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণগুলো কী কী তা উল্লেখ করুন।
৫. জ্বল-থমসন ফলাফল কাকে বলে? আলোচনা করুন।


৬. গ্যাসের গতায় সমাকরণ থেকে গড় গতিশাক্ত এবং মোট গাতশাক্তর সমাকরণ প্রতিপাদন করুন।
৭. গ্যাসী তরলীকরণের মূলনীতি ও পদ্ধতিসমূহ লিখুন এবং গ্যাস তরলীকরণের
৮. চাপের সাথে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্কযুক্ত সমীকরণটি প্রতিপাদন করুন। যে
৯. পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? এর তাৎপর্য আলোচনা করুন।
১০. আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি প্রতিপাদন করুন।
১১. ভ্যান্ডার ওয়ালস এর সমীকরণটি প্রতিপাদন করুন।


১২. বর্গমূল গড় বর্গ (RMS) বেগ কাকে বলে? এর প্রয়োজনীয়তা আলোচনা করুন।
১৩. গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যসমূহ আলোচনা করুন।
১৪. গ্যাসের গতিতত্ত্ব থেকে কিভাবে প্রতিপাদন করবে- i. PV=nRT, ii. RMS বেগ।
১৫. বয়েলের সূত্রের বর্ণনা ও আলোচনা করুন।
১৬. চাপের সাথে ঘনত্বের সম্পর্কযুক্ত সমীকরণটি প্রতিপাদন করুন।
১৭. মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে? এর
১৮. CO2 গ্যাস তরলীকরণে অ্যান্ডুর পরীক্ষা আলোচনা করুন এবং এখান থেকে সন্ধি ঘটনা ব্যাখ্যা করুন।

**

১৯. উৎক্রম তাপমাত্রা কাকে বলে? এর গুরুত্ব আলোচনা করুন।
২০. তরল পদার্থের বাষ্পচাপ কাকে বলে? গ্যাসের গতিতত্ত্ব থেকে তরল পাদর্থের বাষ্পচাপের পর্যালোচনা করুন।
২১. ডাল্টনের আংশিক চাপ সূত্রটি বিবৃতি ও আলোচনা প্রদান করুন।
২২. মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে সম্পর্ক প্রতিপাদন করুন।
২৩. গ্রাহামের ব্যাপন সূত্র লিখুন এবং এর প্রয়োগ আলোচনা করুন।
২৪. অতি মাত্রায় নিম্ন চাপে এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস প্রকৃতি কী হবে আলোচনা করুন।

২. ভৌত রসায়ন: তরল অবস্থা


১. তরলের সান্দ্রতা কাকে বলে? এর উপর তাপমাত্রার প্রভাব লিখুন।


২. তরলের তলটান কী? এর উপর তাপমাত্রা ও চাপের প্রভাব লিখুন।
৩. ডাইপোল মোমেন্টের সাহায্যে H2O, H2S, SO2 এবং NO2 অণুসমূহের প্রকৃতি আলোচনা করুন।


৪. তরলের বাষ্পচাপের সাথে উহার বাহ্যিক চাপের প্রভাব সম্পর্কিত সমীকরণটি প্রতিপাদন করুন।
৫. ডাইপোল মোমেন্ট কাকে বলে? এর একক লিখুন।

**

৬. ডাইইলেকট্রিক ধ্রুবক কাকে বলে? লিখুন।

৩. ভৌত রসায়ন: কলিগেটিভ ধর্ম


১. কলিগেটিভ ধর্ম কাকে বলে? এদেরকে এরূপ বলা হয় কেন?
২. সীমাবদ্ধতাসহ বাষ্পচাপ অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র বর্ণনা, ব্যাখ্যা ও প্রতিপাদন করুন।
৩. স্ফুটনাংক উন্নয়ন কাকে বলে? এ সম্পর্কিত রাউল্টের সূত্রটি লিখুন।
৪. অসমোটিক চাপ কী? অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান্ট হফের সূত্রটি লিখুন।


৫. রাউল্টের সূত্রটি আলোচনা করুন। এর থেকে কিভাবে দ্রবের আণবিক ওজন নির্ণয় করবে?
৬. অসমোটিক চাপ কাকে বলে? অসমোটিক চাপ সম্পর্কিত ভ্যান্ট হফের সমীকরণটি লিখুন।


৭. হিমাংক অবনমন কাকে বলে? তুমি কিভাবে দেখাবে যে হিমাংক অবনমন একটি কলিগেটিভ ধর্ম?

৪. ভৌত রসায়ন: অম্ল ক্ষারক সাম্যাবস্থা


১. বাফার দ্রবণ কাকে বলে? এর শ্রেণিবিভাগ এবং ক্রিয়াকৌশল আলোচনা করুন।
২. কনজুগেট অম্ল ও কনজুগেট ক্ষারক কাকে বলে? উদাহরণ অসহাকারে লিখুন।
৩. প্রোটনিক মতবাদ কী? উদাহরণসহ আলোচনা করুন।


৪. অম্লীয় বাফার দ্রবণের pH কিভাবে নির্ণয় করবে?
৫. হেন্ডালসন-হেসেলবেক সমীকরণের তাৎপর্য আলোচনা করুন।
৬. উভধর্মী পদার্থ কী?


৭. কিভাবে অম্ল বা ক্ষারের আপেক্ষিক শক্তি নির্ণয় করা হয়?
৮. pH কাকে বলে? pH-এর সাহায্যে অম্ল দ্রবণের ঘনমাত্রা প্রকাশের সুবিধা কী?

**

৯. অ্যাম্ফিপ্রোটিক যৌগ কাকে বলে? পানি একটি অ্যাস্কিপ্রোটিক যৌগ আলোচনা করুন।
১০. পানির আয়নিক গুণফল কাকে বলে? এর গুরুত্ব লিখুন।
১১. অম্ল ও ক্ষার সম্পর্কিত আরহেনিয়াসের মতবাদ কাকে বলে? উদাহরণসহ ব্যাখ্যা করুন।
১২. দুর্বল ও শক্তিশালী এসিড বলতে কী বুঝেন? উদাহরণ দিন।

*

১৩. বিয়োজন ধ্রুবক ও বিয়োজন মাত্রা বলতে কি বুঝেন? এদের মধ্যে সম্পর্ক দেখান।
১৪. নির্দেশক কিভাবে কাজ করে তা আলোচনা করুন।
১৫. pH কী? দেখান যে, pH + pOH = 14
১৬. নিদের্শক এবং অম্ল-ক্ষার টাইট্রেশনে ব্যবহৃত বিভিন্ন প্রকার নির্দেশকের নাম লিখুন।

১. জৈব রসায়ন: সাধারণ বিষয়াদি


১. sp² সংকরণ কাকে বলে? চিত্রসহ আলোচনা করুন।
২. sp-সংকরণ কাকে বলে? চিত্রসহ আলোচনা করুন।
৩. সংকরণ বা হাইব্রিডাইজেশন কাকে বলে? sp³ সংকরণ উদাহরণসহ আলোচনা করুন।
৪. কাইরাল কার্বন কাকে বলে? কোন যৌগের আলোক সমাণুতা প্রদর্শনের শর্তগুলো লিখুন।


৫. জ্যামিতিক বা সিস-ট্রান্স সমাণু কাকে বলে? উদাহরণসহ লিখুন।
৬. অপ্রতিসম কার্বন পরমাণু এবং অপ্রতিসম অণু বলতে কী বুঝেন?


৭. আলোক সক্রিয়তা কি? উদাহরণসহ লিখুন।
৮. এনানশিওমার ও ডাইস্টেরিওমার বলতে কী বুঝেন?

**

৯. মেটা সমাণু কি? উদাহরণসহ লিখুন।
১০. কাইরালিটি কাকে বলে? চিত্রসহ আলোচনা করুন।

*

১১. সমাণুতা কাকে বলে? উদাহরণসহ লিখুন।
১২. গাঠনিক সমাণুতা কাকে বলে? এর
১৩. কার্যকারী সমাণু কাকে

২. জৈব রসায়ন: অ্যালিফেটিক যৌগ


১. গ্রিগনার্ড বিকারক কাকে বলে? এর প্রস্তুতি ও ব্যবহার লিখুন।
২. 1°, 2° এবং 3° অ্যালকোহল এর পার্থক্য সূচক পরীক্ষা লিখুন।
৩. 1°, 2° এবং 3° অ্যালকোলের মধ্যে তুলনা করুন।
৪. ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।
৫. অ্যালকিন কী? অ্যালকিনের ৩টি সংশ্লেষণ আলোচনা করুন।
৬. মারকনিকফের সূত্র কাকে বলে? এর পারক্সাইড ফলাফল আলোচনা করুন।
৭. জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের দুটি পরীক্ষা আলোচনা করুন।
৮. হফম্যান-ডিগ্রেডেশন (ক্ষুদ্রাংশকরণ) বিক্রিয়া কাকে বলে? সমীকরণসহ এর কৌশল লিখুন।


৯. হ্যালোফরম কী? ক্লোরোফরম প্রস্তুতি মূলনীতি সমীকরণসহ লিখুন।
১০. অ্যালডিহাইড কিটোন অপেক্ষা বেশি সক্রিয় কেন?
১১. উর্টজ বিক্রিয়া কাকে বলে? এর ফ্রি-রেডিক্যাল কৌশল আলোচনা করুন।
১২. SN² বিক্রিয়া কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।
১৩. টীকা লিখুন: ১. অ্যালডল ঘনীভন; ২. ক্যানিজারো বিক্রিয়া।
১৪. CH3CHO অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় কিন্তু HCHO দেয় না-ব্যাখ্যা করুন।
১৫. কার্বক্সিলিক এসিড কাকে বলে? কার্বক্সিলিক এসিডের সাধারণ প্রস্তুতি আলোচনা করুন।


১৬. অ্যালকিনের দ্বি-বন্ধনের অবস্থান কিভাবে নির্ণয় করবেন?
১৭. SN¹ ও SN² বিক্রিয়ার মধ্যে তুলনা করুন।
১৮. SN¹ বিক্রিয়া কী? এর কৌশল আলোচনা করুন।
১৯. ইথার এবং অ্যালকোহলের মধ্যে পার্থক্য লিখুন।
২০. কার্বক্সিলিক এসিড কার্বনিল মূলকের বিক্রিয়া প্রদর্শন করে না- ব্যাখ্যা করুন।
২১. অ্যালডিহাইড এবং কিটোনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখুন।
২২. ক্লিমেনসন বিজারণ আলোচনা করুন।
২৩. 1°, 2° এবং 3° অ্যামিনের মধ্যে তুলনা করুন।

**

২৪. অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইনের সাধারণ প্রস্তুত প্রণালি সমীকরণসহ আলোচনা করুন।
২৫. ইথাইন (অ্যাসিটিলিন) হতে কিভাবে তৈরি করবে? ১. বেনজিন, ২. ইথানল, ৩. অ্যাসিটোন, ৪. অ্যাসিটিক এসিড, ৫- ইথাইল অ্যাসিটেট, ৬. ইথিন, ৭. ডাইইথাইল ইথার সংশ্লেষণ।
২৬. SN¹ ও SN² বিক্রিয়া কাকে বলে? এদের মধ্যে তুলনা করুন। 1
২৭. ইথারের সাথে সমীকরণসহ বিক্রিয়া লিখুন: i. H₂O; ii. PC15; iii. HI; iv. H2SO4 ২৮. হ্যালোজেননেশন কী? এর মুক্ত মূলক কৌশল আলোচনা করুন।
২৯. অ্যালকিনের হাইড্রক্সিলেশন কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।

৩. জৈব রসায়ন: অ্যারোমেটিক যৌগ


১. ফেনল অম্লধর্মী কেন?
২. ফেনল অম্লীয় অথচ অ্যালকোহল নিরপেক্ষ কেন?
৩. কোব বিক্রিয়া কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।
৪. রেজোন্যান্স বা অনুরণন বলতে কী বুঝেন?
৫. বেনজিন চক্রে -NO2 মূলক মেটা- নিদের্শক ব্যাখ্যা করুন।
৬. বেনজিন চক্রে NH2 মূলক অর্থো- প্যারা- নির্দেশক।
৭. টলুইন থেকে কিভাবে তৈরি করবে- i. বেনজয়িক এসিড, ii. বেনজালডিহাইড, iii. বেনজামাইড, iv. TNT, v. বেনজিন।


৮. মিথাইল অ্যামিন এবং অ্যানিলিন ক্ষারধর্মী- ব্যাখ্যা করুন।
৯. হফম্যান-ডিগ্রেডেশন বিক্রিয়া সমীকরণসহ এর কৌশল লিখুন।
১০. কাপলিং বিক্রিয়া কী? উদাহরণসহ লিখুন।
১১. পাইরোল কাকে বলে? এর গঠন আলোচনা করুন।
১২. অ্যারোমিটিসিটি কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
১৩. নাইট্রেশন কাকে বলে? বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল আলোচনা করুন। Sadik
১৪. নাইট্রোফেনল, ফেনল অপেক্ষা বেশি অম্লীয় কেন?


১৫. রাইমার-টাইম্যান বিক্রিয়া কী? এর কৌশল আলোচনা করুন।
১৬. পিকরিক এসিড কাকে বলে? এর প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার লিখুন।
১৭. 1°, 2° ও 3° অ্যারোমেটিক অ্যামিনের মধ্যে পার্থক্য লিখুন।
১৮. দেখাও যে, বেনজিন একটি ‘অ্যারোমেটিক যৌগ’
১৯. বেনজিন বলয়ে -OH মূলক
২০. বেনজিনের একটি অণুতে তিনটি দ্বিবন্ধন বিদ্যমান-ব্যাখ্যা করুন।
২১. ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়া কাকে বলে? এর শ্রেণিবিভাগ লিখুন।
২২. ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।
২৩. মিথাইল অ্যামিন অ্যানিলিন অপেক্ষা বেশি ক্ষারধর্মী- আলোচনা করুন।
২৪. ন্যাপথলিন কাকে বলে? এর সংখ্যায়ন দেখান।

**

২৫. ক্লোরিন পরমাণু (Cl) অর্থো-প্যারা- নির্দেশক হওয়া সত্ত্বেও তা বেনজিন চক্রে অসক্রিয়- ব্যাখ্যা করুন।
২৬. 2, 4, 6 নাইট্রোফেনল, ফেনল অপেক্ষা বেশি অম্লীয় কেন?
২৭. ফেনলের শনাক্তকরণ পরীক্ষা লিখুন।
২৮. পাইরোল অম্ল এবং ক্ষার উভয় ধর্ম প্রদর্শন করে।

১. অজৈব রসায়ন: পরমাণুর গঠন


১. আফবাউ নীতি কাকে বলে? আলোচনা করুন।
২. অরবিট এবং অরবিটাল বলতে কী বুঝেন? এদের মধ্যে পার্থক্য লিখুন।
৩. পলির বর্জন নীতি আলোচনা করুন।
৪. সীমাবদ্ধতা বা ত্রুটিসহ বোরের পরমাণু মডেল আলোচনা করুন।
৫. কোয়ান্টাম সংখ্যা কী? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যা আলোচনা করুন।


৬. রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করুন। এর ত্রুটিগুলো কী কী?
৭. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কাকে বলে?
৮. আফবাউ নীতি বলতে কী বুঝো? এ নীতির সাহায্যে Cr(24), Cu(29)-এর ইলেকট্রন বিন্যাস লিখুন।
৯. 1p, 2s, 2p এবং 3f-এর মধ্যে কোন কোন অরবিটাল সম্ভব নয়-তার কারণসহ আলোচনা করুন।
১০. পটাসিয়ামের সর্বশেষ ইলেকট্রন 3d-অরবিটালে প্রবেশ না করে 4s-অরবিটালে যায় কেন?


১১. পরমাণুর মূল কণিকা বলতে কী বুঝেন?
১২. হুন্ডের নীতি কী? এই নীতি অনুসারে N, O এবং F-এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে?

**

১৩. সীমাবদ্ধতাসহ ডাল্টনের পরমাণুবাদ বর্ণনা করুন।
১৪. 4p, 2d, 3d, 2s, 1p, 5f, 3f-অরবিটালগুলোর মধ্যে কোনটি সম্ভব আর কোনটি অসম্ভব নয়- ব্যাখ্যা করুন।

২. অজৈব রসায়ন: রাসায়নিক বন্ধন


১. ফাজানের নিয়মসমূহ আলোচনা করুন।
অথবা, আয়নিক যৌগের সমাযোজী বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করুন।
২. হাইড্রোজেন বন্ধন কী? যৌগের ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব আলোচনা করুন।
৩. অরবিটালের সংকরণ কী? sp³ ও sp² সংকরণ উদাহরণসহ আলোচনা করুন। 3

  1. NH3 অণুর আকৃতি ত্রিকোণী পিরামিডাল কেন?

৫. সন্নিবেশ বন্ধন মূলত সমযোজী বন্ধন- ব্যাখ্যা করুন।
৬. BeCl₂ অণু সরলরৈখিক কিন্তু SnCl2 অণু বাঁকা-আলোচনা করুন।
৭. আয়নিক বন্ধন কাকে বলে? আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়? উদাহরণসহ আলোচনা করুন।


৮. সমযোজী বন্ধন কী? সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় উদাহরণসহ আলোচনা করুন।
৯. সমযোজী যৌগে আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য আলোচনা করুন।

**

১০. AgF পানিতে দ্রবণীয় কিন্তু AgCl, AgBr ও Agl পানিতে অদ্রবণীয়- আলোচনা করুন।
১১. নিম্নলিখিত যৌগগুলোকে আয়নিক বৈশিষ্ট্যের ক্রমবর্ধমান ধারা অনুসারে সাজাও এবং আলোচনা করুন: AgCl, NaCl, KCI. BaCl2,
১২. ধাতব বন্ধন কী? ধাতব বন্ধন কিভাবে ধাতুর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে। তা আলোচনা করুন। Sir
১৩. সিগমা বন্ধন ও পাই বন্ধন বলতে কী বুঝেন? উদাহরণসহ আলোচনা করুন
১৪. সাধারণ তাপমাত্রায় CO2 গ্যাস কিন্তু SiO₂ কঠিন পদার্থ-ব্যাখ্যা করুন।
১৫. NH3 এবং H₂O অণুর আকৃতি ও এদের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ- আলোচনা করুন।
১৬. MOT বা আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে আলোচনা করুন।

৩. অজৈব রসায়ন: পর্যায় সারণি


১. স্ক্যান্ডিয়াম ও জিংক d-ব্লক মোল হওয়ার শতেও অবস্থান্তর মোল সম্ভব নয়- আলোচনা করুন।
২. কেন অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে?


৩. ইলেকট্রন আসক্তি কাকে বলে? একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায় কেন?
৪. আপনি কীভাবে ব্যাখ্যা করবে যে পর্যায় সারণির একই পর্যায়ে বাম থেকে যতই ডানদিকে যাওয়া যায় ততই ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে? Sad
৫. আধুনিক পর্যায় তালিকার বৈশিষ্ট্য ও গঠন লিখুন।
৬. নিষ্ক্রিয় বা অভিজাত গ্যাস কাকে বলে? এদের নিষ্ক্রিয়তার আলোচনা করুন।
৭. অবস্থান্তর মৌল কী? অবস্থান্তর মৌলসমূহের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখুন।
৮. দেখাও যে, আয়নীকরণ শক্তি বা বিভব পর্যায়ভিত্তিক ধর্ম।


৯. পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করুন।
১০. তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বুঝেন? একই পর্যায়ের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় কেন? আলোচনা করুন।
১১. ইলেকট্রন আসক্তি কী? ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির তুলনা করুন।
১২. মেন্ডেলিফের পর্যায় সারণির আলোচনা করুন।
১৩. মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটিসমূহ লিখুন।
১৪. ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণিবিভাগ আলোচনা করুন।
১৫. আধুনিক পর্যায় সারণিতে Al ও Cu এর অবস্থান নির্ণয় করুন।

**

১৬. অবস্থান্তর মৌল কাকে বলে? d-বক্ল মৌলের সাথে এর পার্থক্য লিখুন।
১৭. (K(19), Cr(24), Fe(26), Cu(29), Zn(30) এবং Xe(54) এর ইলেকট্রন বিন্যাস লিখ এবং পর্যায় সারণিতে অবস্থান উল্লেখ করুন।
১৮. অবস্থান্তর মৌলসমূহ জটিল আয়ন বা যৌগ গঠন করে- আলোচনা করুন।
১৯. পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করুন।
২০. নিষ্ক্রিয় বা অভিজাত গ্যাস কাকে বলে? পর্যায় সারণিতে এদের অবস্থান আলোচনা করুন।
২১. পর্যায়ভিত্তিক ধর্ম কী? বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মগুলো উল্লেখ করুন।
২২. দেখাও যে, পারমাণবিক ব্যাসার্ধ পর্যায়ভিত্তিক ধর্ম।
২৩. তাড়ৎ ঋণাত্মকতা কাকে বলে? ফ্লোরিন সবচেয়ে বেশি তাড়ৎ ঋণাত্মক মোল- আপান কাভাবে ব্যাখ্যা করুন।
২৪. ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম- ব্যাখ্যা করুন।
২৫. ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল এবং ফ্রানসিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল- আলোচনা করুন।

৪. অজৈব রসায়ন: জটিল যৌগ


১. ভার্নারের সন্নিবেশ তত্ত্ব লিখুন এবং এ তত্ত্বের ব্যাখ্যা দিন।
২. অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌলসমূহ জটিল যৌগ গঠন করে- আলোচনা করুন।
৩. মানবদেহে CO এবং NO-এর প্রভাব আলোচনা করুন।

৫. অজৈব রসায়ন: তেজস্ক্রিয়তা


১. নিউক্লিয় ফিশন ও নিউক্লিয় ফিউশন বিক্রিয়া বলতে কী বুঝেন? এদের মধ্যে পার্থক্য লিখুন।
২. তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু ও গড় আয়ু বলতে কী বুঝায়? এদের মধ্যে সম্পর্ক দেখান।
৩. তেজস্ক্রিয় মৌল কাকে বলে? তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা আলোচনা করুন।
৪ . তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আলোচনা করুন।


৫. নিউক্লিয়ার বিক্রিয়া কী? উদাহরণসহ লিখুন।
৬. অর্ধায়ু কী?
৭. আইসোটোপ, আইসোবার ও আইসোটোন সম্পর্কে টীকা লিখুন।
৮. নিউক্লিয়ার বিক্রিয়া ও রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন।

**

৯. নিউক্লিয়ার ফিশন ও নিউক্লিয় ফিউশন বিক্রিয়া উদাহরণসহ আলোচনা করুন।
১০. তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে নিউক্লিয়াসে কী পরিবর্তণ ঘটে আলোচনা করুন।
১১. দেখাও যে, তেজস্ক্রিয় বিভাজন কখনো তাত্ত্বিকভাবে শেষ হয় না।

১. শিল্প রসায়ন: শিল্প রসায়ন


১. বাংলাদেশের প্রধান প্রধান কাগজ শিল্পগুলো লিখুন।
২. পাল্প কী?

কাচ শিল্প


১. কাচ কাকে বলে? কাচ উৎপাদনের মূলনীতি বর্ণনা করুন।
২. কাচের প্রধান উপাদানগুলো কী কী?


৩. কাচের পান দেয়া বা কোমলায়নতা বা অ্যানিলিং করা কী? এটি প্রয়োজন কেন?

সাবান শিল্প


১. সাবানায়ন কী?


২. সাবান এবং ডিটারজেন্ট এর মধ্যে তুলনা লিখুন।
৩. ডিটারজেন্ট কী? এর শ্রেণিবিভাগ লিখুন।

তেল , চর্বি ও মোম শিল্প


১. তেল , চর্বি ও মোমের মধ্যে তুলনা লিখুন।


২. আয়োডিন মান কাকে বলে? তেল বা চর্বির আয়োডিন মান নির্ণয়ের পদ্ধতি আলোচনা করুন।
তৈল, চর্বি ও মোম শিল্প
৩. এসিড মান কাকে বলে? তেল বা চর্বির এসিড মান নির্নয়ের পদ্ধতি আলোচনা করুন।
৪. সাবানায়ন মান কাকে বলে? তেল বা চর্বির সাবানায়ন মান নির্ণয়ের পদ্ধতি আলোচনা করুন।

কয়লা শিল্প

**

১. কয়লার মান নির্ধারক বিষয়গুলো কী কী?
২. বাংলাদেশে কয়লার ব্যবহার লিখুন।

পেট্রোলিয়াম শিল্প


১. অক্টেন নাম্বার কাকে বলে? উদাহরণসহ লিখুন।

**
২. সিটেন নাম্বার কাকে বলে?

সার শিল্প: ইউরিয়া ও টিসএসপি


১. ইউরিয়া কাকে বলে? ইউরিয়ার প্রস্তুতপ্রণালি আলোচনা করুন।
২. টিএসপি কাকে বলে? এর প্রস্তুতি এবং ব্যবহার লিখুন।


৩. সুপার ফসফেট ও ট্রিপল সুপার ফসফেটের মধ্যে তুলনা করুন।

২. শিল্প রসায়ন: পলিমার রসায়ন


১. পলিভিনাইল ক্লোরাইড সম্পর্কে টিকা লিখুন।
২. নাইলন 6.6 সম্পর্কে টিকা লিখুন।
৩. পলিস্টাইরিন কাকে বলে? এর সংশ্লেষণ আলোচনা করুন।
৪. যুত বা সংযোজন পলিমার কাকে বলে? এর কৌশল আলোচনা করুন।


৫. সিলিকোনস কাকে বলে? এর সংশ্লেষণ লিখুন।

৩. শিল্প রসায়ন: ফার্মাসিউটিক্যাল রসায়ন


১. প্যারাসিটামল কাকে বলে? এর প্রয়োগ লিখুন।
২. স্যাকারিন কাকে বলে? এর সংকেত লিখুন।
৩. পেনিসিলিন কাকে বলে? উদাহরণসহ এর শ্রেণিবিভাগ লিখুন।
৪. অ্যাসপিরিনের প্রস্তুতি লিখুন।
৫. DNA এবং RNA বলতে কী বুঝেন? এদের মধ্যে তুলনা করুন।


৬. অ্যান্টিবায়োটিক কাকে বলে? উদাহরণসহ লিখুন।
৭. পেনিসিলিনের ক্লিনিক্যাল ধর্ম লিখুন।
৮. প্যারাসিটামলের সংশ্লেষণ আলোচনা করুন।


৯. প্যারাসিটামল কী? এর সংকেত লিখুন।
১০. অ্যাসপিরিনের ব্যবহার লিখুন।
১১. DNA এবং RNA এর হেলিক্স গঠন লিখুন।

**

১২. পেনিসিলিনের সাধারণ বৈশিষ্ট্য লিখুন।
১৩. স্যাকারিনের সাধারণ বৈশিষ্ট্যগুলো লিখুন।

*

১৪. সালবিউটামেনের প্রয়োগ লিখুন।
১৫. প্রোটিন কাকে বলে? প্রোটিনের গুরুত্ব এবং গঠন লিখুন।

কিছু কথা ও নির্দেশনা

১. প্রতিটি প্রশ্ন বিখ্যাত লেখকদের লেখা সংগ্রহ করে পড়বেন। ইন্টারন্যাশনাল জার্নালে বিভিন্ন লেখা পেয়ে যাবেন। গ্রাজুয়েশনের যে টেক্সটবুক পড়েছেন সেখান থেকে উত্তর করার চেষ্টা করুন।
কারণ বাজারের প্রচলিত একই প্রকাশনীর বই সবাই পড়ে আর একই উত্তর করেন এতে খাতা মূল্যায়নকারী বিব্রত হন। প্রয়োজনে ইন্টারনেট থেকে প্রতিটি প্রশ্নের উত্তর বের করে হ্যান্ডনোট তৈরি করুন। এতে আপনার লেখা হবে ইউনিক। একবারে রিটেন পাস করার জন্য আমি নিজেও এ পদ্ধতি ব্যবহার করে সফল হয়েছিলাম।

২. বিগত সালের প্রশ্নগুলো ভাল করে পড়বেন।

৩. কোন প্রশ্নের উত্তর না দিয়ে আসবেননা। যাই হোক লিখে আসবেন। তবে একেবারে অপ্রাসঙ্গিক বিষয় লিখবেননা।

৪. কোটেশন ব্যবহার করবেন বেশি। নাম্বার ভালো পাবেন।

৫. বিষয় ভেদে ৫০, ৬০ ও ৭০+ থেকে চাকরি পাওয়া শুরু হবে।

৬. লিখিত পরীক্ষার নাম্বারই মুখ্য ভূমিকা রাখে চাকরি পাওয়ার জন্য।

৭. কৌশল ভিত্তিক পড়ার বিকল্প নেই।

৮. ১৮ তম শিক্ষক নিবন্ধন প্রিলির ও ভাইভার জন্য আমাদের বই আছে।

৯. আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে (Sadik Sir) যুক্ত থাকুন আপডেট নিউজ পেতে।

১০. আপনার লিখিত পরীক্ষার্থীরাই আপনার প্রতিদ্বন্দী তাই এই সাজেশন তাদের দিয়ে প্রতিদ্বন্দী বাড়াবেননা। তাদের নাম্বার ১ বেশী হলে তারা টিকে যাবে। আপনারই ক্ষতি হবে।

১১. আপনার শুভকামনা করি। দোয়া রইলো আপনার জন্য।

১২. গত কয়েক বছরে ৮০-৯০% কমন পড়েছে আমাদের রিটেন সাজেশন থেকে।

১৩. এটার কপি লেখক ছাড়া অন্য কেউ বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃদ্রঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের এই রিটেন সাজেশনটি বিষয়ভিত্তিক শিক্ষকের সহায়তা নিয়ে তৈরি করা হয়েছে।

*** আরো বিস্তারিত জানতে যোগযোগ করুন: www.sadiksir.com

১৯ তম শিক্ষক নিয়োগের জন্য সেরা সাজেশন বই

বইটির বিষয়ে বিস্তারিত দেখুন। https://www.youtube.com/watch?v=9XAr1bwkKvM

চাকরির ফ্রি সাজেশন পেতে ভিজিট করুন www.sadiksir.com কোন পরামর্শ, অভিযোগ বা মতামতের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এই নাম্বারে ০১৯১১-২৩৩৭৬৪ (সাদিক স্যার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *